প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ

স্ব- অর্থায়নে পরিচালিত, রাজনীতি ও ধুমপানমুক্ত আদর্শকে সামনে রেখে ২০১১ সালে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট বাংলাদেশের লক্ষীপুর জেলার অন্তর্গত রায়পুর উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। স্কুল শাখায় ৬ষ্ঠ-১০ম ও কলেজ শাখায় ১১শ-১২শ শ্রেণির পাঠদান চলছে।

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ
কলেজের লোগো
ঠিকানা
পশ্চিম রাখালিয়া


,
তথ্য
ধরনট্রাস্টভুক্ত বেসরকারি স্কুল ও কলেজ
নীতিবাক্যস্ব-অর্থায়নে পরিচালিত, রাজনীতি ও ধুমপানমুক্ত
প্রতিষ্ঠাকাল২০১১; ১৩ বছর আগে (2011)
প্রতিষ্ঠাতাপ্রফেসর কাজী মোঃ নুরুল ইসলাম ফারুকী
অধ্যক্ষমু. নুরুল আমিন [১]
শিক্ষকমণ্ডলী১০৫
শ্রেণী৬ষ্ঠদ্বাদশ
লিঙ্গছেলে ও মেয়ে
বয়সসীমা১২–১৮
ভর্তি২,৫০০
ভাষাবাংলা
শিক্ষায়তন২.৫ একর
ক্যাম্পাসের ধরনআধুনিক
রং            
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন
প্রকাশনাগুবাক তরু
ওয়েবসাইটwww.pkfsc.edu.bd

ইতিহাস সম্পাদনা

 
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ৫ম বর্ষপূর্তি

২০১১ সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে প্রফেসর কাজী মো: নুরুল ইসলাম ফারুকী শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করবে “প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট”। ৩১ শে ডিসেম্বর ২০১১ সালে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বিভাগসমূহ সম্পাদনা

সুবিধাসমূহ সম্পাদনা

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে রয়েছে নিজস্ব আবাসিক ও পরিবহন ব্যবস্থা। রয়েছে লাইব্রেরি, বিজ্ঞানাগার, খেলার মাঠ ও মসজিদ।

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

  • Debate Club
  • বিজ্ঞান ক্লাব
  • ল্যাঙ্গুয়েজ ক্লাব
  • রোভার স্কাউট

তথ্যসূত্র সম্পাদনা

  1. Message from Principal, Principal Kazi Faruky School & College, retrieved 2020-06-14.