প্রলয়োল্লাস

কাজী নজরুল ইসলাম রচিত বাংলা ভাষার কবিতা

প্রলয়োল্লাস হল ১৯২১ সালে রচিত একটি দাদরা তালের বিদ্রোহাত্মক বাংলা গান, যা এর প্রথম চরণ তোরা সব জয়ধ্বনী কর নামেও পরিচিত। গানটির রচয়িতা এবং সুরকার ছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম[] ১৯২২ সালে প্রকাশিত নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণায় এটি প্রকাশিত হয়।[][][][]

তোরা সব জয়ধ্বনী কর
বাংলা: The Ecstasy of Destruction
প্রলয়োল্লাস
কাজী নজরুল ইসলাম, গানের সুরকার
কথাকাজী নজরুল ইসলাম, ১৯২১
সঙ্গীতকাজী নজরুল ইসলাম, ১৯২১

গানের কথা

সম্পাদনা

তোরা সব জয়ধ্বনী কর!
তোরা সব জয়ধ্বনী কর!
ঐ নতুনের কেতন ওরে কাল- বোশেখীর ঝড়।
তোরা সব জয়ধ্বনী কর!
তোরা সব জয়ধ্বনী কর!

আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য পাগল
সিন্ধুপারের সিংহ- দ্বারে ধমক হেনে ভাংল আগল।
মৃত্যু- গহন অন্ধ-কুপে
মহাকালের চন্ড- রূপে-
ধুম-ধুপে
বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর-
ওরে ঐ হাসছে ভয়ংকর।
তোরা সব জয়ধ্বনী কর!
তোরা সব জয়ধ্বনী কর!

দ্বাদশ রবির বহ্নি-জ্বালা
ভয়াল তাহার নয়ন- কটায়,
দিগন্তরের কাঁদন লুটায়
পিঞ্জল তার ত্রস্ত জটায়।
বিন্দু তাহার নয়ন জলে
সপ্ত মহাসিন্ধু দলে কপোল-তলে।

বিশ্ব-মায়ের আসন তারি বিপুল বাহুর' পর-
হাঁকে ঐ "জয় প্রলয়ংকর!"
তোরা সব জয়ধ্বনী কর!
তোরা সব জয়ধ্বনী কর!

মাভৈঃ, মাভৈঃ!
জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে।
জরায় মরা মুমুর্ষদের প্রান-লুকানো ঐ বিনাশে।
এবার মহা নিশার শেষে
আসবে উষা অরুণ হেসে করুণ বেশে।

দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর,
আলো তার ভরবে এবার ঘর!
তোরা সব জয়ধ্বনী কর!
তোরা সব জয়ধ্বনী কর![][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হুদা, মুহম্মদ নূরুল (১৯৮৬)। Flaming Flower: Poets' Response to the Emergence of Bangladesh (১ম সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮৯। 
  2. Langley, Winston E. (২০০৯)। "Introduction"। Kazi Nazrul Islam The Voice of Poetry and the Struggle for Human Wholeness। ঢাকা: নজরুল ইনস্টিটিউট। পৃষ্ঠা ১২। আইএসবিএন 984-555-384-2 
  3. Culturopedia.com। "Kazi Nazrul Islam"www.culturopedia.com। ২০১৬-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-২২ 
  4. "Kazi Nazrul Islam: The Rebel Poet"ইন্ডিয়া ফ্যাক্টস (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-২২ 
  5. "The rebel poet"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১০-০৯-০৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-২২ 
  6. Khan, Mamunur Rahman। "তোরা সব জয়ধ্বনি কর"nazrulgeeti.org (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-২২ 
  7. "কাজী নজরুল ইসলাম-এর লেখা 'প্রলয়োল্লাস'"বাংলা কবিতা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-২২ 
  8. "প্রলয়োল্লাস"dukhumiah.blogspot.de। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা