প্রভাত চন্দ্র বড়ুয়া
প্রভাত চন্দ্র বড়ুয়া (জন্ম: ১৬ অক্টোবর ১৯৫৪) একজন বাংলাদেশী চিকিৎসক ও শিক্ষাবিদ। তিনি চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) সাবেক উপাচার্য।[১]
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া | |
---|---|
উপাচার্য | |
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম | |
কাজের মেয়াদ ২০১৪ – ২০১৮ | |
উত্তরসূরী | মোহাম্মদ জাহাঙ্গীর আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ | ১৬ অক্টোবর ১৯৫৪
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি অব নিউক্যাসল, অস্ট্রেলিয়া |
পেশা | চিকিৎসক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম
সম্পাদনাতিনি ১৯৫৪ সালের ১৬ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সোমেশ চন্দ্র বড়ুয়া এবং অনিলা বড়ুয়া দম্পতির জ্যেষ্ঠ সন্তান।[২]
শিক্ষা
সম্পাদনাপ্রভাত চন্দ্র বড়ুয়া চিকিৎসাশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেছেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসলে অধ্যয়ন করেছেন।[২]
কর্মজীবন
সম্পাদনাপ্রভাত চন্দ্র বড়ুয়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে অধ্যাপনা, চিকিৎসা ও গবেষণা কাজে নিয়োজিত ছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।[২]
তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৩]
প্রকাশনা
সম্পাদনাবিভিন্ন জার্নালে তার ৩০টি বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[২]
সংগঠন
সম্পাদনাপ্রভাত চন্দ্র বড়ুয়া বিভিন্ন পেশাজীবী ও সমাজকল্যাণমূলক সংগঠনের সাথে সংযুক্ত।[২][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ইউএসটিসির নতুন উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া"। প্রথম আলো। ২ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২।
- ↑ ক খ গ ঘ ঙ "বাঁশখালীর কৃতিসন্তান প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার জন্মদিন আজ"। বাঁশখালী টাইমস। ১৬ অক্টোবর ২০২০। ১৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২।
- ↑ "ইউএসটিসির নতুন উপাচার্য ড. জাহাঙ্গীর আলম"। দৈনিক অধিকার। ১০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২।
- ↑ "বাঁশখালী সমিতির নতুন সভাপতি ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া"। ১৪ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২।