প্রবেশদ্বার:সুফিবাদ/নির্বাচিত উক্তি

আল্লাহর উপাসনা করাই হল শরীয়ত।

তাঁকে খোঁজ করা হলো তরীকত।
এবং তাঁর দর্শন লাভ করf হলো হাকিকত।

আবু বকর শিবলী (রঃ)

এইখানের ‘’’নির্বাচিত উক্তি'’’’ গুলি প্রধান পাতায় দেখা যাবে , অবস্থান অনুযায়ী নম্বরযুক্ত ভাবে দেওয়া হল :

নং উক্তির সারসংক্ষেপ
আল্লাহর যিকিরের অর্থ হল,
তাঁকে স্মরণ করতে গিয়ে অন্য যে কোন বস্তুকে একেবারে ভুলে যাওয়া।
- ইমাম জাফর ছাদেক
তোমার বেহেশত মোল্লাদের দিয়ে দাও,
আমি শুধু তোমার প্রেমে মজে থাকতে চাই।
আল্লামা ইকবাল (পাকিস্তানের জাতীয় কবি)
তোদের এই দুনিয়াদারি তোদের জন্য রইবে পড়ি

আমি যাব খালি হাতে সঙ্গে কিছু নেব না,
মরলে তোরা বেহেশত পাবি আমি পাব মাওলানা
ভান্ডারী নামেতে আমি দিওয়ানা্।

আব্দুল গফুর হালী মাইজভান্ডারী
আল্লাহর উপাসনা করাই হল শরীয়ত।

তাঁকে খোঁজ করা হলো তরীকত।
এবং তাঁর দর্শন লাভ করf হলো হাকিকত।

আবু বকর শিবলী (রঃ)
আমি জান্নাত জাহান্নামে অবিশ্বাস করি না। কিন্তু আমার কাছে তাঁর কোনো গুরুত্ব নেই।কেননা, তা আল্লাহর সৃষ্টি মাত্র।
আমি যে অবস্থায় আছি, তাতে অন্য কোনো সৃষ্ট বস্তুর আমার উপর গুরুত্ব আছে বলে আমি মনে করি না।
আবুল হাসান খেরকানী (রঃ)
প্রভুর প্রেমে ব্যকুল হয়ে গোলাম আক্ষেপের যে দীর্ঘশ্বাস ছাড়ে,
তা প্রভু ও দাসের মধ্যবর্তী পর্দাকে জ্বালিয়ে দেয়।
- হযরত জুনায়েদ বাগদাদী (রঃ)
ছজিদা সহজ কথা নয়, ছজিদা সহজ কথা নয়।।

করিলে মোশরেক, না করিলে কাফের হয়
ওয়াছজুদু বলিলে যবে, ফছজদু তাঁরা সবে
ইনকার করিল যেবা মরদুদ নিশ্চয় ।।
ছজিদা ডরের কথা, না করিও যথাতথা
আদমজাদা আদম হইলে ছজিদা টানিলয় ।

- মৌলানা বজলুল করিম মন্দাকিনী
মানব দেহে যদি আল্লাহর জাত'ই না থাকতো,
পানি ও মাটির মানুষ'কে কীভাবে ফেরেশতারা সেজদা করলো ।
- খাজা গরিবে নেওয়াজ (রহঃ)
উপসনার আসল বস্তু হল আল্লাহকে ভয় করা।
তাঁর রহমতের আশা করা ও তাঁর ওপর বিশ্বাস বজায় রাখা।
- আবু আলী শাকীক বলখী (রঃ)
১০
আল্লাহর প্রতিটি কাজ পছন্দনীয় এবং সন্তোষজনক।
তিনি যদি কোন মানুষকে অবনতি ও দুর্তির চরমসীমায় পৌঁছে দেন,
তবুও তা পরম পূলকে বরণ করা চাই।
- বায়েজিদ বোস্তামি (রঃ)