অর্থনীতি বলতে উৎপাদন, বণ্টন, বাণিজ্য এবং পণ্য ও পরিষেবার ভোগের ক্ষেত্রকে বোঝায় । সাধারণভাবে এটি একপ্রকার সামাজিক ক্ষেত্র হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা সম্পদের উৎপাদন, ব্যবহার ও ব্যবস্থাপনার সাথে যুক্ত রীতি, বক্তৃতা ও বস্তুগত অভিব্যক্তির উপর জোর দেয়। কোনো প্রদত্ত অর্থনীতি প্রক্রিয়াগুলির একটি সংকলন, যেখানে সংস্কৃতি, মূল্যবোধ, শিক্ষা, প্রযুক্তিগত বিবর্তন, ইতিহাস, সামাজিক সংগঠন, রাজনৈতিক কাঠামো, আইন ব্যবস্থা ও প্রাকৃতিক সম্পদ এর মূল উপাদান। এই উপাদানগুলি প্রসঙ্গ, বিষয়বস্তু দেয় এবং কোনো অর্থনীতির কার্যকলাপের শর্ত ও পরামিতিগুলি নির্ধারণ করে। অন্যভাবে বলতে গেলে, অর্থনীতি হল আন্তঃসম্পর্কিত মানুষের চর্চা এবং লেনদেনের একটি সামাজিক ক্ষেত্র যা নিজে স্বতন্ত্র নয়।
বিমা-গাণনিক হল একটি ব্যাবসা সংক্রান্ত পেশাজীবী যারা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঝুঁকি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে কাজ করে। অর্থনৈতিক ক্ষতির পরিমান কমাতে এবং তা নিয়ন্ত্রন করার লক্ষে বিমা-গাণনিকগন গানিতীক ভাবে হিসাব নিকাশ করে একটি দূর্ঘটনা কিংবা অর্থনৈতীক ক্ষতির সম্ভাব্যতা নিরূপন করেন। গণিত এবং জটিল অর্থনৈতিক হিসাবনিকাশের সাহায্যে বিমা-গাণনিকগন প্রতিষ্ঠানের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন।
ডঃ মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। ২০২৪ সালের আগস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক। তিনি ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক। অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
ব্র্যাক বাংলাদেশী সাহায্য সংস্থা। যা বর্তমানে বাংলাদেশ রুরাল এ্যাডভান্সমেন্ট কমিটি নামে পরিচিত। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বাংলাদেশ ছাড়াও বর্তমানে আফগানিস্তান, শ্রীলংকা সহ বেশ কয়েকটি দেশে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত আছে। প্রতিষ্ঠানটির ৮০% কর্মকাণ্ডই চলে নিজেদের অর্থায়নে। ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাকের একটি অঙ্গসংগঠন।