প্রবেশদ্বার:বঙ্গ/আপনি জানেন কি
- ...ভগিনী নিবেদিতা অষ্টাদশ শতাব্দীর বাঙালি শাক্ত কবি রামপ্রসাদ সেনের (ছবিতে) সঙ্গে ইংরেজ কবি উইলিয়াম ব্লেকের তুলনা করেন?
- ...১৭৮৫ সালে গঠিত জোড়াসাঁকো থানা ছিল কলকাতা শহরের প্রাচীনতম ৩১টি থানার অন্যতম?
- ... কলকাতার হকারদের প্রতি বছর ২৬৫ কোটি টাকা বিভিন্ন সংস্থাকে ঘুষ দিতে হয়, যা তাঁদের ব্যবসার মাত্র তিন শতাংশ?
- ...ইয়ং বেঙ্গল নেতা রামগোপাল ঘোষকে হিন্দু ধর্মের বিরোধীতা করায় একঘরে করার ভয় দেখানো হয়?
- ...২০০৯ সালের আউটলুক পত্রিকার একটি সমীক্ষা অনুসারে, জ্যোতি বসুর ‘মস্তিস্কপ্রসূত’ কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয় ভারতের দ্বিতীয় শ্রেষ্ঠ আইন শিক্ষাপ্রতিষ্ঠান?
- ...১৯৪৬ সালের ১৬ অগস্ট কলকাতা দাঙ্গার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে চার হাজারেরও বেশি মানুষ নিহত ও এক লক্ষ মানুষ ঘরছাড়া হন?
- ...কলকাতার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স কলেজ পশ্চিমবঙ্গের প্রথম স্বশাসিত কলেজ?