প্রবেশদ্বার:ইসলামের ইতিহাস/নির্বাচিত জীবনী/২

ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী একজন তুর্কী সেনাপতি যিনি সতেরজন ঘোড়সওয়ার সৈনিক নিয়ে বাংলায় আসেন। অত্যাচারী শাসক লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার শাসনক্ষমতা দখল করেন। ১২০৪ সালের মার্চ মাসে বাংলায় মুসলিম শাসন কায়েম হয়। মুসলমানগণ প্রায় সাড়ে পাঁচশ বছর বাংলা শাসন করেন। ১২০৬ খৃষ্টাব্দে তিনি শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরন করেন।


বিস্তারিত