প্রতীক সেন

ভারতীয় অভিনেতা

প্রতীক সেন(জন্ম ১৯ মে, ১৯৯৩) একজন ভারতীয় অভিনেতা।তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক অত্যন্ত জনপ্রিয় মুখ। টেলিভিশন জগতে তিনি খোকাবাবু (টেলিভিশন ধারাবাহিক) (২০১৬) এবং মোহর (টেলিভিশন ধারাবাহিক) (২০১৯) এর জন্য পরিচিত।

প্রতীক সেন
জন্ম১৯ মে ১৯৯৩
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৯–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
খোকাবাবু(টেলিভিশন ধারাবাহিক)
মোহর(টেলিভিশন ধারাবাহিক)

তিনি সেরা অভিনেতা হিসেবে একাধিক সম্মাননা প্রাপ্ত।তিনি একজন প্রতিভাবান গায়ক এবং ক্রীড়াবিদ হিসাবেও পরিচিত ।তিনি বক্সিংয়ে একজন স্বর্ণপদক জয়ী।কিন্ত নিজের ক্যারিয়ার হিসেবে অভিনয়কে বেছে নিয়েছিলেন। তাঁর সিনেমা এবং টেলিভিশন ধারাবাহিকে নিজের স্টান্ট তিনি নিজে করেন। তিনি তার কণ্ঠের জন্যও পরিচিত। তিনি কাছছু, বিবি এন্ড টুইংয়ের দুটি প্রধান গান গেয়েছেন।[১][২] এছাড়াও তিনি কবিতা লেখেন।[৩]

ব্যক্তিগত জীবনসম্পাদনা

তিনি ঝাড়খণ্ডের দেওঘরে প্রতাপ সেন এবং অনুরাধা সেনে ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বিজলীবরণ সেনের নাতি (বাংলা চলচ্চিত্র মানিকের পরিচালক)। তিনি দেবকি কুমার বসু (বাংলা চলচ্চিত্র সীতার পরিচালক)তার জাঠতুতো দাদু এবং অমর দত্ত (বাংলা চলচ্চিত্র" সুভাষচন্দ্র "এর অভিনেতা)তার আরেক এক দাদু। [৪] তাঁর এক ভাই তীর্থঙ্কর সেন।

জীবনের প্রথমার্ধসম্পাদনা

তিনি মাঝে দক্ষিণ পূর্ব রেলওয়েতে কাজ করেছেন। তিনি বক্সিং অনুশীলন করতেন। তিনি ভার উত্তোলন বিভাগে ৩ বার রাজ্য স্তরের বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন। অভিনেতা হয়ে ক্যারিয়ার গড়ার জন্য তিনি চাকরি ছেড়ে দেন।[৪]

পেশাসম্পাদনা

তিনি ২০০৯ সালে হরনাথ চক্রবর্তীর চলচ্চিত্র আমার বডিগার্ড দিয়ে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন।এই ছবিতে তার আত্মপ্রকাশের কথা ছিল। তবে মুক্তির বিলম্বের কারণে এটি ২০১৩ সালে মুক্তি পায়।মাঝে তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ২০০৯ সালে তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা প্রেমবন্ধন। তিনি বেশ কয়েকটি বাংলা সিনেমা পাসপোর্ট, ক্ল্যাপস্টিক, ওম শান্তি, ভালবাসার বাড়ি ইত্যাদিতে হাজির হয়েছিলেন। তার সর্বশেষ চলচ্চিত্র অতিথি সুপারহিট ছিল।তিনি ২০১৬ সালে স্টার জলসার ধারাবাহিক খোকাবাবুতে নাম ভূমিকায় অভিনয় করেন। তিনি বর্তমানে স্টার জলসার ধারাবাহিক মোহর এ কাজ করছেন।

চলচ্চিত্রের তালিকাসম্পাদনা

টেলিভিশনসম্পাদনা

  • খোকাবাবু (খোকাবাবু বা রঘুনাথ মুখার্জি হিসেবে) (২০১৬) স্টার জলসায়
  • মোহর (শঙ্খদীপ রায়চৌধুরী হিসেবে) (২০১৯)স্টার জলসায়[৮]

পুরস্কারসম্পাদনা

২০১৭ ,২০১৮ সালে খোকাবাবুর জন্য "স্টার জলসা পরিবার সেরা বর"পুরস্কার পেয়েছেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Moubani Sorcar has translated the fiction series "Kach-chu, Bibi and Twing" into English and performed it on stage."Pinterest। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫ 
  2. "Listen & Download Latest MP3 Hindi, English, Bollywood Songs Online"Wynk Music (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫ 
  3. বন্দ্যোপাধ্যায়, স্রবন্তী। "আমার সঙ্গে সোনামণিকে জড়িয়ে ট্রোলের শিকার হয়েছি: প্রতীক"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫ 
  4. "মানুষের কাছে টিভিটা অনেক আপন: প্রতীক"Indian Express Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫ 
  5. "Chol Kuntal - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫ 
  6. "HERO PRATIK- FILM VALOBASAR BARI-DIRECTOR TARUN MAJUMDER, COMING SOON" 
  7. "Atithi Movie" 
  8. "Mohor actor Pratik Sen hospitalised - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৫ 

বহিঃসংযোগসম্পাদনা