প্রতিরক্ষা মন্ত্রক (ভারত)

(প্রতিরক্ষা মন্ত্রণালয় (ভারত) থেকে পুনর্নির্দেশিত)

প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) ভারতের কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম প্রধান মন্ত্রক। এর প্রধান কাজ হল রক্ষা ও সুরক্ষা সম্বন্ধী বিষয়ে নীতিনির্ধারণ করা এবং তার কার্যপ্রণালী রক্ষা বিভাগ, রক্ষা সামগ্রী উৎপাদন বিভাগ, রক্ষা অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ, আর্থিক বিভাগ, ভারতীয় সৈন্য বল, অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ বিভাগ, আন্তর্পরিষেবা সংস্থাগুলিকে তা অবগত করানো। তাছাড়া সরকারে বিভিন্ন নীতিগুলিকেও উক্ত বিভাগগুলিতে কার্যকর করা।

প্রতিরক্ষা মন্ত্রক
ভারতের জাতীয় প্রতীক
সংস্থার রূপরেখা
গঠিত১৭৭৬
যার এখতিয়ারভুক্তভারতভারতীয় প্রজাতন্ত্র
সদর দপ্তররাইসিনা, নতুন দিল্লি
বার্ষিক বাজেট (২০১৪)[]
(২০১৫)[]
সংস্থা নির্বাহী
অধিভূক্ত সংস্থা
ওয়েবসাইটmod.nic.in

বিভাগগুলির কার্যপ্রণালী

সম্পাদনা
রক্ষা বিভাগ

সেনাবাহিনীর সকল বিভাগের ও আন্তর্পরিষেবা সংস্থাগুলির সবরকম দায়িত্ব বহন করে। রক্ষা বাজেট, রক্ষানীতি, স্থাপনাকার্য, সংসদ সম্বন্ধিত বিষয় ও অন্য দেশেরটান সাথে সম্বন্ধ তথা সহযোগ ইত্যাদি ব্যাপারে দায়িত্বভার বহন করা এই বিভাগের কাজ

রক্ষা সামগ্রী উৎপাদন বিভাগ

এই বিভাগের কাজ হল সুরক্ষা সামগ্রীর প্রয়োজন মেটানো। এবং সুরক্ষা উপকরণের আমদানি বা রপ্তানি করা। আমদানিকৃত উপকরণগুলির স্বদেশীকরণ ইত্যাদি এই বিভাগের কাজ।

রক্ষা অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ

এই বিভাগের প্রধান সচিব যিনি রক্ষা মন্ত্রীর উপদেষ্টাও হয়। এই বিভাগের প্রধান কাজ হল সৈনিকদের সাজ সরঞ্জাম, সেনাদ্বারা ব্যবহৃত অস্ত্র উপকরণ ও অস্ত্রের আকার আকৃতি ইত্যাদি সম্বন্ধে গবেষণা ও তার বিকাস করা।

অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ বিভাগ

এই বিভাগ অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণার্থে তাদের জন্যে সৈনিকবৃত্তি নির্ধারণ ও তাদের তা প্রদান করা। তাছাড়া সৈনিকদের আরো অন্য বিভিন্ন কল্যাণকর বিষয়ে কাজ করা।

প্রশাসনিক কর্মকর্তা

সম্পাদনা
সচিব[]
নাম পদ
অজয় কুমার প্রতিরক্ষা সচিব
অপূর্ব চন্দ্র বিশেষ সচিব এবং মহাপরিচালক (অধিগ্রহণ)
জিভেশ নন্দন অতিরিক্ত সচিব (জেএন)
নিবেদিতা শুক্লা বর্মা অতিরিক্ত সচিব
নিধি ছিবার যুগ্ম সম্পাদক ও অধিগ্রহণ ব্যবস্থাপক (মেরিটাইম সিস্টেমস)
সতীশ সিং যুগ্ম সচিব (বিআরও/আনুষ্ঠানিক/প্রশিক্ষণ)
বিশাল গগন যুগ্ম সচিব (সমন্বয় ও পরিকল্পনা) ও সিএও

অস্ত্র আমদানি

সম্পাদনা

এই মন্ত্রক সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্র আমদানির ব্যবস্থা করে থাকে। বিশ্বের সর্ববৃহত্‍‌ অস্ত্র আমদানিকারী দেশগুলির মধ্যে শীর্ষে ভারত৷ সারা বিশ্বের মোট অস্ত্রের প্রায় ৯.৫ শতাংশই এখন ভারতের হাতে৷ এমনকী মোট আমদানিকৃত অস্ত্রের ১৩ শতাংশই ভারতের৷ []

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India's Defence Budget 2011-12"Minister of Defence। ৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১১ 
  2. Gooptu, Biswarup (১৬ মার্চ ২০১২)। "India's Defence Budget 2012 increased to Rs 1.93 lakh crore"The Economic Times। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১২ 
  3. "Department of Defense" 
  4. "Arms Import by India"