প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার (চলচ্চিত্র)
প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় এবং হ্যাশ তন্ময় পরিচালিত একটি বাংলা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মলয় রায়চৌধুরীর প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতা অবলম্বনে তৈরি। যৌন নিগ্রহকে বিষয় করে তৈরি এই চলচ্চিত্রটি ব্রিটেনের নো গ্লস লিডস্ ইণ্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সহ আমেরিকা, অস্ট্রেলিয়া, প্যারিস, বার্সেলোনা, জার্মানি, স্পেন সহ মোট ১২ টি দেশের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন এবং স্পেনের ম্যাডাটাক ইণ্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভেলে সবচেয়ে আশাপ্রদ ভিডিও শিল্পীর পুরস্কার পেয়েছে।[১][২][৩]
প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার | |
---|---|
পরিচালক | মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়, হ্যাশ তন্ময় |
রচয়িতা | মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়, হ্যাশ তন্ময় মলয় রায়চৌধুরী র কবিতা অবলম্বনে |
শ্রেষ্ঠাংশে | শ্রীজা, মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় |
পরিবেশক | হ্যাশ তন্ময় |
মুক্তি | ২০১৪ |
দৈর্ঘ্য | ১২ মিনিট |
ভাষা | নির্বাক |
নির্মাণব্যয় | ৫০০০ টাকা |
প্লটসম্পাদনা
যৌন নিগ্রহের খণ্ডচিত্র একের পর এক আসে চলচ্চিত্রটিতে। ভারতীয় দণ্ড বিধির (আই পি সি) ৩৭৭ ধারা আইনের রূপকধর্মী এক চরিত্র দেখা যায়। হিন্দু পুরাণের নানা সূত্র তুলে ধরা হয় এই চলচ্চিত্রে।
অভিনয়েসম্পাদনা
- শ্রীজা – যৌন কর্মী
- মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় – মানসিক রোগী
- সংযুক্তা – বিধবা
- সুদীপ্ত – পুরুষ যৌন কর্মী
- জিষ্ণু – আই পি সি ৩৭৭ আইন-রূপক
- সত্যজিত বিশ্বাস - সমকামী পুরুষ
- অনির্বাণ ললা - সমকামী পুরুষ
সম্মাননাসম্পাদনা
ম্যাডাটাক ইণ্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভেল, স্পেন - সবচেয়ে আশাপ্রদ ভিডিও শিল্পীর পুরস্কার'
শ্রেষ্ঠ্য চলচ্চিত্র শিল্প - পোল্যাণ্ড
শ্রেষ্ঠ্য ফ্যাণ্টাসি চলচ্চিত্র - সার্বিয়া
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "কম বাজেটের প্রতিবাদ"। ebela। ABP Group। ২৩ সেপ্টেম্বর ২০১৪। ১৭ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "মলয় বিদ্যুৎ"। Anandabazar Patrika। ABP Group। 29 october 2014। সংগ্রহের তারিখ 29 october 2014। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "কয়েক জন কলেজ পড়ুয়া"। ei samay। Times Group। 06 october 2014। সংগ্রহের তারিখ 06 october 2014। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)