প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয়
প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয়, (ইংরেজি: Prakash Nath Public High School) বাংলাদেশের নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলায় অবস্থিত একটি এসএসসি পর্যায়ের বেসরকারি বিদ্যালয়। এটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। উচ্চ বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধিভূক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয় | |
---|---|
প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয় | |
অবস্থান | |
বাংলাদেশ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি বিদ্যালয় মাধ্যমিক |
প্রতিষ্ঠিত | ১৯৭৮ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
বিদ্যালয় জেলা | নেত্রকোণা জেলা |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
অনুষদ |
|
লিঙ্গ | বালক |
শিক্ষার্থী সংখ্যা | ৩০০ জন প্রায় |
শ্রেণি | ৬-১০ |
শিক্ষা ব্যবস্থা | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষা | বাংলা |
আয়তন | ১.৫ একর |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
প্রতিষ্ঠার ইতিহাস
সম্পাদনাপ্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয়টি শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা লাভ করে।
একাডেমিক কোর্স চালুর ইতিহাস
সম্পাদনাবর্ণনা
সম্পাদনাবিদ্যালয়টি নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলা এলাকায় অবস্থিত। বিদ্যালয়টিতে সকল ধর্মের বালক বালিকাদের অধ্যয়নের সুয়োগ রয়েছে। বিদ্যালয়টিটি দুইটি ভবন নিয়ে গঠিত। বিদ্যালয়ের সামনে রয়েছে একটি প্রশস্ত খেলার মাঠ। বর্তমানে বিদ্যালয়টিতে মানবিক বিভাগ চালু আছে।