প্যারাউট নাথান

নিউজিল্যান্ডের শিক্ষক ও তাঁতশিল্পী

প্যারাউট পলি নাথান নিউজিল্যান্ডের মাওরি আদিবাসী মহিলা, শিক্ষক ও তাঁতশিল্পী। তিনি একইসাথে টাইনুইটে রারাওয়া নামক মাওরি উপজাতীর সদস্য।[১] ২০১৬ সালে রানী ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে নিউজিল্যান্ড সরকার মাওরি আদিবাসীদের জন্য সামাজিক ও জনহিতকর কাজ, এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তাকে দেশটির বেসামরিক সম্মাননা কুইন্স সার্ভিসেস মেডেল প্রদান করে।[২]

প্যারাউট নাথান
২০১৬ সালে নাথান
জন্ম
প্যারাউট পলি নাথান
জাতীয়তানিউজিল্যান্ডীয়
নাগরিকত্বনিউজিল্যান্ড
শিক্ষাডিপ্লোমা
মাতৃশিক্ষায়তনওয়াইকাটো বিশ্ববিদ্যালয়
কর্মজীবন১৯৮৫-বর্তমান
পরিচিতির কারণশিক্ষকতা, বুননকাজ
পুরস্কারকুইন্স সার্ভিসেস মেডেল (২০১৬)

জীবনী সম্পাদনা

শিক্ষকতা সম্পাদনা

প্যারাউট নাথান ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের হ্যামিল্টনের অয়াইকাটো বিশ্ববিদ্যালয় হতে শিক্ষকতা বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন।[৩] তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের নর্থল্যান্ড অঞ্চলে সুদূর উত্তর প্রান্তে মাওরি ভাষার শিক্ষক হিসেবে অতিবাহিত করেছেন। তিনি আহিপারা বিদ্যালয় ও কাইটাইয়া কলেজে অধ্যাপনা করেছেন, ১৯৮৫ হতে ২০০৩ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি কাইটাইয়া কলেজে মাওরি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ছিলেন। মাধ্যমিক বিদ্যালয়ের মাওরি শিক্ষকদের দল টে রিও ও টে টি টোকেরাও-এর হয়ে মাওরি ভাষা শিক্ষার প্রসারে ও সমর্থনে তিনি তার অঞ্চলের অনেক স্কুল পরিদর্শন করেছিলেন। কাইটাইয়া কলেজে তিনি মাওরি উপজাতীয় 'কাপা হাকা' ও ভাষণ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন এবং ১৯৮০ এর দশক হতে বার্ষিক ফার নর্থ স্কুল মাল্টি-কালচারাল ফেস্টিভাল প্রতিষ্ঠা করেছিলেন।[১]

বুনন কার্য সম্পাদনা

প্যারাউট নাথান ১৯৬০-এর দশক হতে তাঁতের কাজ শুরু করেন। তিনি তার 'খালা' ফ্লোরি বার্ঘানের কাছে তাঁতের কাজ শিখেছিলেন। ২০০৩ সালে শিক্ষকতা হতে অবসরের পরে তিনি আহিপারা'র রোমা মারায়ে নামক স্থানে মাসিক কর্মশালা পরিচালনার মাধ্যমে বুননকার্যে আর ভালভাবে যুক্ত হন। ২০০৯ সালে তিনি মাওরিদের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রচারের জন্য টে ওয়েয়ার হুইরি টিও নামে একটি তাঁত গ্যালারী প্রতিষ্ঠা করেন এবং অহিপাড়াতে একটি জাতীয় মাওরি বুননশিল্পের প্রদর্শনী আয়োজন করেছিলেন। ২০১৫ সালে তিনি ক্রিয়েটিভ নিউজিল্যান্ডের টে ওয়াকা টোই তাহুঙ্গা রারাঙ্গা (কিং ইহাকা) পুরস্কার পেয়েছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Honour for a 'weaver of people'"দ্য নিউজিল্যান্ড হ্যারাল্ড (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১০-২১ 
  2. "Māori recognised in Queen's 90th Birthday Honours list"Māori Television (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-০৬। সংগ্রহের তারিখ ২০২০-১০-২১ 
  3. "Alumni honours – Alumni @ Waikato: University of Waikato"alumni.waikato.ac.nz। ২০১৯-০৮-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১১