প্যাট্রিক অ্যালান মরো, (ইংরেজিতে: Patrick Morrow; জন্ম অক্টোবর ১৮, ১৯৫২) একজন কানাডীয় আলোকচিত্রগ্রাহক এবং পর্বতারোহী। ১৯৮৬ সালে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সপ্তশৃঙ্গের প্রত্যেকটির শীর্ষে আরোহণ করেন।[১]

প্যাট্রিক অ্যালান মরো
জন্ম (1952-10-18) ১৮ অক্টোবর ১৯৫২ (বয়স ৭১)
ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা
পরিচিতির কারণসপ্তশৃঙ্গে আরোহণ

জীবনী সম্পাদনা

মরো “কানাডিয়ান মাউন্ট এভারেস্ট এক্সপিডিশন” দলের সাথে ১৯৮২ সালে এভারেস্ট পর্বত জয় করেন। ১৯৭৭ থেকে ১৮০৬-এর মধ্যে তিনি বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতে আরোহণ করেন।[২] মেসনার লিস্ট অনুসারে বিশ্বের সপ্তশৃঙ্গগুলো প্রথম জয়ের কৃতিত্ব প্যাট্রিক মরোর। তবে রিচার্ড বেস হলেন বেস লিস্ট অনুসারে বিশ্বের সপ্তশৃঙ্গগুলোর প্রথম আরোহণকারী। প্যাট্রিক মরো মেসনার এবং বেস, দুই তালিকাতেই থাকা আটটি সর্বোচ্চ শৃঙ্গের প্রথম আরোহণকারী।[৩] এছাড়া মরোর বিভিন্ন অধিক উচ্চতাবিশিষ্ট পর্বতে আরোহণের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৭ সালে কানাডা সরকার তাকে অর্ডার অফ কানাডা সম্মনে ভূষিত করে। পেশাগতভাবে মরো একজন আলোকচিত্রগ্রাহক।

সপ্তশৃঙ্গ আরোহণ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. abc-of-mountaineering.com "History of the Quest for the Seven Summits (2004)" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ অক্টোবর ২০১৫ তারিখে Retrieved 2 January 2015.
  2. thecanadianencyclopedia.com - Patrick Allan Morrow ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ এপ্রিল ২০১৬ তারিখে
  3. Jahoda, Petr (2006). History of 7 Summits project — who was first?. carstenszpapua.com. Retrieved 24 March 2015.

বহিঃসংযোগ সম্পাদনা