পুঞ্চাক জায়া
পুঞ্চাক জায়া (ইন্দোনেশীয় ভাষায়: Puncak Jaya) ইন্দোনেশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি নিউ গিনি দ্বীপের পশ্চিমাংশে পাপুয়া (প্রাক্তন ইরিয়ান জায়া) প্রদেশে অবস্থিত। "পুঞ্চাক জায়া"- অর্থ "বিরাট পর্বতশৃঙ্গ"। পর্বতটি সুদিরমান পর্বতশ্রেণীর পশ্চিম প্রান্তে অবস্থিত, যেটি আবার মাওকে পর্বতমালার একটি শাখা। পর্বতটি ৪,৮৮৪ মিটার উঁচু এবং ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হলেও এর চূড়া সবসময় বরফাবৃত থাকে। এর আশেপাশের পর্বতশ্রেণী অত্যন্ত রুক্ষ এবং অনেকগুলি উঁচু পর্বতশৃঙ্গের একটি প্রাচীর পুঞ্চাক জায়াকে ঘিরে রেখেছে। তবে দক্ষিণের জলাময় নিম্নভূমি এবং দূরের সাগর থেকে পর্বতটিকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। পর্বতের কাছেই রয়েছে অনেকগুলি ক্ষুদ্র হিমবাহ। পর্বতটির আশেপাশের অঞ্চল তামাতে সমৃদ্ধ। কাছেই একটি বড় তামার খনি ও খনিসংলগ্ন শহর তেমবাগাপুরা অবস্থিত। পুঞ্চাক জায়া পর্বতটি অতীতে কার্স্টেনস পর্বত নামে পরিচিত ছিল।[২][৩]
পুঞ্চাক জায়া | |
---|---|
কার্টেনজ পিরামিড | |
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৪,৮৮৪ মিটার (১৬,০২৪ ফুট) [১] |
সুপ্রত্যক্ষতা | ৪,৮৮৪ মিটার (১৬,০২৪ ফুট) ৯ম স্থানে রয়েছে |
বিচ্ছিন্নতা | ৫,২৬২ কিমি (৩,২৭০ মা) |
তালিকাভুক্তি | সপ্তশৃঙ্গ দেশের উচ্চ বিন্দু আল্ট্রা |
স্থানাঙ্ক | ০৪°০৪′৪৪″ দক্ষিণ ১৩৭°৯′৩০″ পূর্ব / ৪.০৭৮৮৯° দক্ষিণ ১৩৭.১৫৮৩৩° পূর্ব |
ভূগোল | |
আরোহণ | |
প্রথম আরোহণ | ১৯৬২ সালে হেনরিক হেরের এবং অন্যান্য ৩ জন দ্বারা |
সহজ পথ | শিলা / তুষার / বরফ আরোহণ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ The elevation given here was determined by the 1971–73 Australian Universities' Expedition and is supported by the Seven Summits authorities and modern high resolution radar data. An older but still often quoted elevation of ৫,০৩০ মিটার (১৬,৫০৩ ফু) is obsolete.
- ↑ Greater Atlas of the World, Mladinska knjiga, Ljubljana, Slovenia, 1986.
- ↑ Statistical Yearbook of Croatia, 2007