পোন্নুনজাল

১৯৭৩ সালের তামিল চলচ্চিত্র

পোন্নুনজাল (তামিল: பொன்னூஞ்சல், অনুবাদ 'সোনালি ধান') হচ্ছে ১৯৭৩ সালের একটি তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সি ভি রাজেন্দ্র এবং প্রযোজক ছিলেন কে এস কুট্রালিঙ্গ। চলচ্চিত্রটিতে শিবাজি গণেশন, ঊষানন্দিনী, আর মুথুরমণ এবং ভি গোপালকৃষ্ণ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এম এস বিশ্বনাথ ছিলেন চলচ্চিত্রটির গানগুলোর সুরকার।[][][]

পোন্নুনজাল
পোস্টার
পরিচালকসি ভি রাজেন্দ্র
প্রযোজককে এস কুট্রালিঙ্গ
রচয়িতাশক্তি টি কে কৃষ্ণস্বামী
কাহিনিকারশক্তি টি কে কৃষ্ণস্বামী
শ্রেষ্ঠাংশেশিবাজি গণেশন
ঊষানন্দিনী
আর মুথুরমণ
সুরকারএম এস বিশ্বনাথ
চিত্রগ্রাহকএস মারুতি রায়
সম্পাদকটি আর শ্রীনিবাস
প্রযোজনা
কোম্পানি
গোমতী শঙ্কর পিকচার্স
পরিবেশকগোমতী শঙ্কর পিকচার্স
মুক্তি
  • ১৫ জুন ১৯৭৩ (1973-06-15)
দেশভারত
ভাষাতামিল

অভিনয়ে

সম্পাদনা
  • শিবাজি গণেশন - মুথু
  • ঊষানন্দিনী - বল্লি
  • আর মুথুরমণ - ময়নার মণিক্রম
  • এম এন নম্বিয়ার - পোন্না
  • এস ভি সহস্রনম - শিবলিঙ্গ
  • শ্রীরঞ্জিনী জুনিয়র - পার্বতী
  • মনোরমা - বীরাম্মা

গানের তালিকা

সম্পাদনা

গানগুলোর সুরকার এম এস বিশ্বনাথ ছিলেন।

নং গান কণ্ঠ গীতি সময়
"মুদুচারাম সুড়ি ভারুম" টি এম সুন্দররাজন, বি বসন্ত নেল্লাই আরুলমণি ২ঃ৫৮
"আগায়া পানদালিলে" টি এম সুন্দররাজন, পি সুশীলা কন্নদাস ৩ঃ২৬
"ভারুভান মোগানা" এস জনকী ৩ঃ২১
"নাল্লা কারিয়াম" টি এম সুন্দররাজন, পি সুশীলা ২ঃ৫৫
"নিগার এদু এনাক্কু" টি এম সুন্দররাজন, পি সুশীলা ৩ঃ৪২
"আগায়া পানদালিলে" (দুঃখ) টি এম সুন্দররাজন, পি সুশীলা ১ঃ৫০
"ইনবাদিল মালার্দা" এল আর ঈশ্বরী সেলভাভারতী ২ঃ২০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ponnoonjal"। spicyonion.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১১ 
  2. "Pon Oonjal"। gomolo.com। ২০১৪-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১১ 
  3. "Ponnunjal"। nadigarthilagam.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা