পোঙ্গল

তামিল নবান্ন উৎসব

পোঙ্গল (তামিল: பொங்கல்) হলো একটি লোকজ উৎসব, যা ভারতের তামিল জাতিগোষ্ঠী উদ্‌যাপন করে থাকে। “পোঙ্গল” শব্দের বাংলা অর্থ ‘বিপ্লব’, যা তামিল জাতির পরম্পরাগত ও ঐতিহ্যবাহী উৎসব। পোঙ্গাল উৎসব প্রতি বছর ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পালন করা হয়। তামিলনাড়ুতে নতুন ফসল কাটার পর এই উৎসব পালন করা হয়, যা অনেকটা বাংলা অঞ্চলে পালিত নবান্ন উৎসবের মতো। তামিলদের এই উৎসব অন্তত ১০০০ বছরের পুরনো।

পোঙ্গল
পালনকারীতামিল
ধরননবান্ন উৎসব
তাৎপর্যগ্রামীণ মহত্সব, সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা স্বীকার
উদযাপনমিষ্টান্নভোজন, উপহারাদি আদানপ্রদান, ইত্যাদি
তারিখতামিল ক্যালেন্ডারের দশম মাসের প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত (৪ দিন ব্যাপী)

তথ্যসূত্র সম্পাদনা