পেরু কোলা হল একটি পেরুভীয় কোমল পানীয়। পেরু কোলা হল এমবোতেল্লাদোরা ডন জর্জ এসএসসি কোম্পানির একটি মার্কা,[১] প্রাক্তন কোকা-কোলা এবং পরবর্তীতে ইনকা কোলা পণ্যের বোতলজাতকারক। ২০০২ সালে কোকা-কোলা কোম্পানির ইনকা কোলা দখল করার পর পেরু কোলা পেরুতে চালু করা হয়। পেরু কোলা ৫০০ মিলি কাঁচের বোতলে এবং ৫০০ মিলি, ১.৫ লিটার, ২.২ লিটার এবং ৩.৩ লিটারের পিইটি বোতলে বিক্রি হয়।[১]

পেরু কোলা
প্রকারকোলা
উৎপাদনকারীএমবোতেল্লাদোরা ডন জর্জ এসএসি
উৎপত্তির দেশপেরু
প্রবর্তন২০০২; ২২ বছর আগে (2002)
প্রকারভেদকোলা, কমলা, স্ট্রবেরি, লেবু
সংশ্লিষ্ট পণ্যআইজ্যাক কোলা, কোলা রিয়াল, ইনকা কোলা

আরো দেখুন

সম্পাদনা
  • কোলা রিয়েল - একটি সরাসরি প্রতিযোগিতামূলক ব্র্যান্ড।
  • ক্রাশ নারাঞ্জা — একটি সরাসরি প্রতিযোগিতামূলক ব্র্যান্ড।
  • কনকর্ডিয়া - একটি সরাসরি প্রতিযোগিতামূলক ব্র্যান্ড।
  • আইজ্যাক কোলা — পেরু কোলার পাশাপাশি বিপণিত বোন পণ্য।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Don Jorge S.A.C. website"। ২০১৮-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-০৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা