পৃথ্বীনাথ শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

পৃথ্বীনাথ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের একত্রিশতম রাজা ছিলেন।

পৃথ্বীনাথ শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব৯১২-৯২৫
পূর্বসূরিসহদেব শেখর
উত্তরসূরিকীর্ত্তিনাথ শেখর
বংশধরকীর্ত্তিনাথ শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাসহদেব শেখর

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

পৃথ্বীনাথ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের ত্রিশতম রাজা সহদেব শেখরের পুত্র ছিলেন। তিনি ৯১২ খ্রিষ্টাব্দ হতে ৯২৫ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। কীর্ত্তিনাথ শেখর নামক তার এক পুত্র ছিল।[১]:৩৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
পৃথ্বীনাথ শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
সহদেব শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
৯১২-৯২৫
উত্তরসূরী
কীর্ত্তিনাথ শেখর