ইম্ফল পূর্ব জেলা

মণিপুরের একটি জেলা
(পূর্ব ইম্ফল জেলা থেকে পুনর্নির্দেশিত)

ইম্ফল পূর্ব জেলা উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের একটি জেলা। এটির রাজ্যের ১৬টি জেলার মধ্যে একটি। প্রোম্পাট শহর জেলার প্রশাসনিক সদরদপ্তর। ২০১১ সালের হিসাব অনুযায়ী এটি ইম্ফল পশ্চিমের জেলার পরে রাজ্যের দ্বিতীয় জনবহুল জেলা।

ইম্ফল পূর্ব জেলা
মণিপুরের জেলা
Green field with small stones in front, with blue sky above
স্থানাঙ্ক: ২৪°৪৮′ উত্তর ৯৩°৫৭′ পূর্ব / ২৪.৮০০° উত্তর ৯৩.৯৫০° পূর্ব / 24.800; 93.950
দেশভারত
রাজ্যমণিপুর
নামকরণের কারণইম্ফল নদীর পূর্ব দিকের ইম্ফল অঞ্চল থেকে
সদরপরম্পত
আয়তন
 • মোট৪৯৭ বর্গকিমি (১৯২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,১২,২৭৫
 • জনঘনত্ব৮৩০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল)
ভাষা
 • প্রাতিষ্ঠানিকমৈতৈলোন (আনুষ্ঠানিকভাবে মণিপুরী বলা হয়)[]
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-MN-EI
যানবাহন নিবন্ধনMN
ওয়েবসাইটimphaleast.nic.in

ইতিহাস

সম্পাদনা

ইম্ফাল পূর্ব জেলাটি ইম্পাল জেলার পূর্ব অংশ নিয় ১৮ জুন ১৯৯৭ সালে গঠন করা হয়। এ অংশের বড় শহর প্রোম্পাটে এর সদরদপ্তর স্থাপন করা হয়।

জনসংখ্যা

সম্পাদনা
ইম্ফল পূর্ব জেলায় ধর্ম
ধর্ম শতকরা
হিন্দু
  
৬০.২৭%
মুসলমান
  
১৭.৫৮%
অন্যান
  
১৫.৫৩%
খ্রিস্টান
  
৬.০০%
নির্দিষ্ট নয়
  
০.৪৩%
বৌদ্ধ
  
০.১৪%
শিখ
  
০.০৪%
জৈন
  
০.০১%

২০১১ সালের ভারতীয় জনগণনা অনুসারে, ইম্ফল পশ্চিম জেলার মোট জনসংখ্যা ৪৫২,৬৬১ জন,[] মাল্টার রাষ্ট্রের মোট জনসংখ্যার সমান। এটি ভারতের মোট ৬৪০টি জেলার মধ্যে ৫৫১তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৬৩৮ জন (প্রতি বর্গমাইলে ১৬৫০ জন) লোক বসবাস করে। ২০০২-২০১১ এর দশকে এ জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৪.৬৩%। ইম্ফল পশ্চিমে নারী পুরুষের অনুপাত হল প্রতি ১০,০০০ পুরুষের বিপরীতে ১০১১ জন মহিলা। এবং জেলার সাক্ষরতার হার ৮২.৮১%।

২০১১ সালের আদমশুমারি অনুসারে, জিরিবামসহ ইম্ফাল পূর্ব জেলা মানুষ যে সকল ভাষা কথা বলে; মনিপুরী (৩৮৮৫৮২), বাংলা (২৩,১৮৬), কাবুই (৭,২৬৪), নেপালি (৬,৯০৩), হিন্দি (৬,৭২২), টংখুল (৪,২০৮), হামার (৩,৮২৩), থাডৌ (২,৬২২), অন্যরা (৯,৩৯১)।

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

জেলাটি তিনটি মহকুমা বা উপজেলায় বিভক্ত:

সম্প্রতি, ইম্ফাল পূর্ব জেলা থেকে জিরিবাম, বোরোবেক্রা এবং বাবুখাল মহকুমা নিয় জিরিবাম জেলা গঠিত হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (পিডিএফ)। ভাষাগত সংখ্যালঘুর জন্য কমিশনার, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, ভারত সরকার। পৃষ্ঠা ৭৮। ১৩ মে ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১২ 
  2. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০