পূর্ণিমা জয়রাম
ভারতীয় অভিনেত্রী
পূর্ণিমা জয়রাম (জন্মঃ ১৯৬০) ভারতের তামিল চলচ্চিত্র জগতের একজন অভিনেত্রী। তামিল ভাষার চলচ্চিত্রের অভিনয় ছাড়াও তিনি মালয়ালাম, হিন্দি এবং তেলুগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা নায়িকা হিসেবে আশির দশকে অভিনয় করতেন, কিন্তু ১৯৮৪ সালে তার বিয়ে হয়ে গেলে তিনি অভিনয় করা ছেড়ে দেন, যদিও বহু বছর ২০১৩ সালে অভিনয় জগতে ফিরে আসেন এবং বয়স্ক মহিলার চরিত্রে তার অভিনয় জীবন পুনরায় শুরু হয়।[২][৩] তিনি বিয়ে করেন তামিল চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক কে. ভাগ্যরাজকে এবং এই কে. ভাগ্যরাজ ডার্লিং ডার্লিং ডার্লিং নামের একটি চলচ্চিত্র বানান যেটি ১৯৮২ সালে মুক্তি পায় এবং ওখানে পূর্ণিমা অভিনয় করেন।[৪]
পূর্ণিমা জয়রাম | |
---|---|
জন্ম | পূর্ণিমা জয়রাম ২৭ জুলাই ১৯৬০ মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
কর্মজীবন | ১৯৭৭-১৯৮৫ ২০১৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | কে. ভাগ্যরাজ (বি. ১৯৮৪) [১] |
সন্তান | সারাণ্য ভাগ্যরাজ (জ. ১৯৮৫) শান্তনু ভাগ্যরাজ (জ.১৯৮৬) |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Here's how Poornima and Bhagyaraj celebrated their 37th wedding anniversary"। The Times of India। ৮ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।
- ↑ "Manorama Online | Movies | Interviews"। www.manoramaonline.com। ১৪ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Shiva Kumar, S. (১৯৮১)। "All-pervading"। Mid-Day। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২১।টেমপ্লেট:Primary source inline
- ↑ "Heroines who fell for their directors"। The Times of India। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পূর্ণিমা জয়রাম (ইংরেজি)
জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |