পুলোয়ার (ইংরেজি: Pulwar) একক হস্তে চালনার যোগ্য এক ধরনের বাঁকা তলোয়ার। পুলোয়ারের উদ্ভব আফগানিস্তান এবং পাকিস্তানে। এটি মূলত পশতু জাতির ঐতিহ্যবাহী তলোয়ার।

পুলোয়ার

পুলোয়ার
প্রকার Sword
উদ্ভাবনকারী দক্ষিণ এশিয়া
তথ্যাবলি
দৈর্ঘ্য ৯০ সে.মি. থেকে ১০৪ সে.মি.

বৈশিষ্ট্য সম্পাদনা

প্রতিবেশী দেশসমূহের তলোয়ারের বৈশিষ্টাবলী অনেকাংশে গ্রহণ করেছে পুলোয়ার। এটি মূলত আফগানি তলোয়ার নামে পরিচিত। পুলোয়ারের উৎপত্তি ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে। পুলোয়ারের ব্লেড অনেক লম্বা আর অপেক্ষাকৃত মোটা।[১]

 
কাবুলে আফগান পুলিশের একটি দল, ১৮৮০; মাঝের একজন সদস্য একটি পুলোয়ার ক্যামেরার দিকে উঁচিয়ে ধরেছে।

টীকা সম্পাদনা

  1. Evangelista and Gaugler, p. 483.

তথ্যসূত্র সম্পাদনা