পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র

পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র[১][২][৩][৪] হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি জলবিদ্যুৎ কেন্দ্র।এটি পুরুলিয়ার অযোধ্য পাহাড়-এ গড়ে উঠেছে।এটি দেশের প্রথম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র।এই জলবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারত -এর মধ্যে বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র।এর উৎপাদন ক্ষমতা ৯০০ মেগাওয়াট।বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় ২০০৮ সালে।

পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র
মানচিত্র
দেশ ভারত
অবস্থানবাঘমুন্ডি অযোধ্যা পাহাড়, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত
অবস্থাসক্রিয়
কমিশনের তারিখ২০০৮
পরিচালকপশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিতরন কোম্পানি লিমিটেট
বিদ্যুৎ উৎপাদন
কর্মক্ষম একক৪টি

জাপানী প্রযুক্তির সাহায্যে অযোধ্যা পাহাড়ের ভেতর সুড়ঙ্গ কেটে প্রায় ৭ কিলোমিটার জায়গা জুড়ে এই জলবিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। আপার ড্যাম ও লোয়ার ড্যাম কে কাজে লাগিয়ে কৃত্তিম ভাবে খরস্রোত তৈরী করে টারবাইন ঘুড়িয়ে প্রায় ৯০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা হয় এখানে।

এই বিদ্যুৎ কেন্দ্র চারটি ইউনিট রয়েছে।

ক্রমিক সংখ্যা উৎপাদন ক্ষমতা উদ্ভোদন
২২৪ ২০০৮
২২৪ ২০০৮
২২৪ ২০০৮
২২৪ ২০০৮

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিভ্রাট থেকে বাঁচিয়ে দিল পুরুলিয়ার বিদ্যুৎ" 
  2. "Purulia Pumped Storage Hydroelectric Power Plant"। ১০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. "পাম্প স্টোরেজ বিদ্যুতে কেন্দ্রের আদর্শ পুরুলিয়া"আনন্দবাজার প্রত্রিকা 
  4. "অযোধ্যা পাহাড়ে বিদ্যুৎ প্রকল্পে মিলল অনুমোদন"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২৫-০২-২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)