পুয়তি নিশার সপোন (ইংরেজি: Puwati Nishar Sapon) ১৯৫৯ত মুক্তি পাওয়া একটি অসমীয়া চলচ্চিত্রফণী শর্মা ছবিটি পরিচালনা করা ছাড়াও কাহিনী এবং চিত্রনাট্যও লিখেছিলেন। রূপজ্যোতি প্রোডাকশনের ব্যানারে গামা প্রসাদ আগরবালা ছবিটি প্রযোজনা করেন। একজন মৌজাদার, একটা চা চাষীর পরিবার এবং একজন ভণ্ড তপস্বী মারোয়ারী মহাজনকে কেন্দ্র করে জাল-জুয়াচুরি, হত্যা, প্রবঞ্চনা ইত্যাদির মধ্য দিয়ে কাহিনীভাগ এগিয়েছে এবং অবশেষে পুয়তি নিশার সপোন বাস্তবায়িত হয়।[১]

পুয়তি নিশার সপোন
Puwati Nishar Sapon
পরিচালকফণী শর্মা
প্রযোজকগামা প্রসাদ আগরবালা
চিত্রনাট্যকারফণী শর্মা
কাহিনিকারফণী শর্মা
শ্রেষ্ঠাংশেইভা আচাও
তচদ্দুক ইউসুফ
বিরাজ দাস
সুরকারভূপেন হাজারিকা
মুক্তি১৯৫৯
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

এতে অভিনয় করেন ইভা আচাও, জ্ঞানদা কাকতি, তচদ্দুক ইউসুফ, দুর্গা গোস্বামী, ফণী শর্মা, নিত্য মহন্ত, প্রবীন ফুকন, কুলেন গোস্বামী, নবীন গোস্বামী ইত্যাদি। মুখে হরে কৃষ্ণ, হরে রাম বলা একজন কুখ্যাত মারোয়ারী চোরাং ব্যাপারীর ভূমিকায় অভিনয় করা বিরাজ দাসের অভিনয় প্রশংসনীয় হয়েছিল।

সঙ্গীত সম্পাদনা

ভূপেন হাজারিকা ছবিটির সঙ্গীত পরিচালনা এবং গান রচনা করেন। কণ্ঠ দিয়েছিলেন ভূপেন হাজারিকা, ইলা চক্রবর্তী এবং বিরজা দাস।[১][২]

ক্রমিক নং গানের শীর্ষক গীতিকার কণ্ঠ
কঁহুবা বন মোর অশান্ত মন আলফুল হাতেরে লোবা সাবতি ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা
সোঁবরণী মোর রাঙলী জীবনর রংগুলি কেনিবা গ’ল ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মঞ্চলেখা, পৃষ্ঠা ৩২১, অতুলচন্দ্র হাজারিকা, লয়ারস্ বুক ষ্টল, গুয়াহাটি, ১৯৬৭ 
  2. বাবুল দাস (১৯৮৫)। অসমীয়া বোলছবির গানের সংকলন (পৃঃ ৭২)। বাণী মন্দির, ডিব্রুগড়