পুনর্জন্ম (ধারাবাহিক টেলিভিশন চলচ্চিত্র)

পুনর্জন্ম হলো ভিকি জাহেদ নির্মিত একটি বাংলাদেশী কাল্পনিক মহাবিশ্ব ও ধারাবাহিক টিভি বিশেষ। এই মহাবিশ্বের মধ্যে টেলিভিশন বিশেষ ও ওয়েব চলচ্চিত্র রয়েছে। সাধারণ পটভূমির উপাদান, ব্যবস্থা, অভিনয়শিল্পী ও চরিত্র অতিক্রম করে মহাবিশ্বটি প্রতিষ্ঠিত হয়।

পুনর্জন্ম
স্রষ্টাভিকি জাহেদ
মূল কর্মপুনর্জন্ম ১ (জুলাই ২০২১)
স্বত্বাধিকারীভিকি জাহেদ
বছর২০২১–বর্তমান
চলচ্চিত্র ও টেলিভিশন
চলচ্চিত্রশুক্লপক্ষ
টেলিভিশন বিশেষপুনর্জন্ম টিভি বিশেষ

উন্নয়ন সম্পাদনা

২০২১ সালের জুলাই মাসে ভিকি জাহেদের পুনর্জন্ম নামক একটি টেলিভিশন বিশেষ চ্যানেল আইতে প্রচারিত হওয়ার পরে জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে এর সিক্যুয়েল পুনর্জন্ম ২ নির্মিত হয়। ঠিক এর পরেই শুক্লপক্ষ নামে একটি ওয়েব চলচ্চিত্র তৈরি করা হয় যা পুনর্জন্ম ধারাবাহিকের গল্পের সাথে যুক্ত হয়েছিলো। ২০২২ সালের সেপ্টেম্বরে ভিকি জাহিদ বাংলা ট্রিবিউনকে "পুনর্জন্ম ইউনিভার্স" তৈরির তার পরিকল্পনার কথা বলেন। তিনি জানান, শুক্লপক্ষপুনর্জন্ম ধারাবাহিকের চরিত্রগুলোকে পুনর্জন্ম ৩-এ দেখা যাবে।[১]

টেলিভিশন বিশেষ সম্পাদনা

পুনর্জন্ম ১ সম্পাদনা

এই ধারাবাহিকের প্রথম অংশটি সম্প্রচারের পরে দর্শকরা এর সিক্যুয়ালের দাবি করেছিলো।[২]

পুনর্জন্ম ২ সম্পাদনা

পুনর্জন্ম ১ এর জনপ্রিয়তার পর, চ্যানেল আই ১ অক্টোবর ২০২১-এ এর সিক্যুয়েল সম্প্রচার করে। আগের চরিত্রগুলো ছাড়াও এই সিক্যুয়ালে বিশেষভাবে অভিনয় করেছেন শাহেদ আলী।[৩] সিক্যুয়েলটি ১-৪ অক্টোবরের মধ্যে ইউটিউবে ২০ লাখের বেশি ভিউ পায়।[২] জানা গেছে, সিক্যুয়েলের গল্পটি লিখতে ভিকি জাহেদ দেড় মাস সময় নিয়েছিলেন।[৪]

পুনর্জন্ম ৩ সম্পাদনা

পুনর্জন্ম ২-এর প্রযোজনা করার সময় ভিকি জাহেদ পুনর্জন্ম ৩ বানাতে চেয়েছিলেন। তাই দ্বিতীয় সিক্যুয়েল প্রচারের পর জনপ্রিয় হয়ে উঠলে তিনি কলাকুশলী ও অভিনেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিক্যুয়ালের ঘোষণা দেন।[৫] ২০২২-এর ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এর চিত্রধারণ হয়েছিলো।[১]

পুনর্জন্ম অন্তিম পর্ব সম্পাদনা

পুনর্জন্ম ৩ এর গল্প যেখানে শেষ হয়েছে সে খান থেকেই পুনর্জন্ম অন্তিমপর্বের গল্প শুরু হয়।[৬]

চলচ্চিত্র সম্পাদনা

শুক্লপক্ষ সম্পাদনা

১১ আগস্ট ২০২২-এ পুনর্জন্ম ইউনিভার্সের ওয়েব রোমাঞ্চ চলচ্চিত্র শুক্লপক্ষ চরকিতে মুক্তি পায়। ৯৬ মিনিটের এই ওয়েব চলচ্চিত্রে দেখা যায় যে তিন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী নিখোঁজ হয়েছে। তাই চলচ্চিত্রটির চরিত্র মঞ্জু তার প্রেমিকা লাবনীকে নিয়ে দুশ্চিন্তা শুরু করে।[৭]

অভিনয় ও চরিত্র সম্পাদনা

অভ্যর্থনা সম্পাদনা

পুনর্জন্ম ১ চ্যানেল আইতে প্রচারের পর দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বিদেশি দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে ইউটিউবে আপলোড করা পুনর্জন্ম ধারাবাহিকে ইংরেজি সাবটাইটেল দেওয়া হয়। চ্যানেল আই কর্মকর্তাদের মতে দুটি অনুষ্ঠানই অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।[৮] দ্য ডেইলি স্টার-এর শাহ আলম সাজুর মতে এর টেলিভিশন বিশেষগুলো ২০২১ সালের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠানের মধ্যে ছিল।[৯]

পুরস্কার সম্পাদনা

শিরোনাম শ্রেণী প্রাপক ফলাফল সূত্র
২য় আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার সেরা নাট্য পরিচালক ভিকি জাহেদ বিজয়ী [১০]
সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিজয়ী
মেরিল-প্রথম আলো পুরস্কার সেরা টেলিভিশন অভিনেতা আফরান নিশো বিজয়ী [১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ভিকির ভাবনায় 'পুনর্জন্ম ইউনিভার্স'"বাংলা ট্রিবিউন। ১৬ সেপ্টেম্বর ২০২২। ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  2. "নজর কেড়েছেন নিশো-মেহজাবীন-ভিকি"রাইজিংবিডি.কম। ৫ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  3. "'পুনর্জন্ম-২'র মুক্তি আজ"মানবজমিন। ১ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  4. "প্রচারের পরেই সাড়া ফেলছে নিশো ও মেহজাবীনের 'পুনর্জন্ম ২'"আমাদের সময়। ৩ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  5. "'পুনর্জন্ম'র সিক্যুয়েল নির্মাণের ঘোষণা"দৈনিক ইনকিলাব। ২৯ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  6. জনকণ্ঠ, দৈনিক। "পুনর্জন্ম অন্তিম পর্ব"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০১ 
  7. "'শুক্লপক্ষ'–এ রহস্যের হাতছানি"প্রথম আলো। ১২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  8. "শুধু সমালোচক নয়, 'পুনর্জন্ম' সব শ্রেণির দর্শক পছন্দ করেছে"চ্যানেলআইঅনলাইন.কমচ্যানেল আই। ২০ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  9. সাজু, শাহ আলম (১ জানুয়ারি ২০২২)। "২০২১ এ প্রাণ ফিরে পেয়েছে টিভি নাট্যাঙ্গন"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  10. "'পুনর্জন্ম'র জন্য ক্যারিয়ারের প্রথম পুরস্কার পেলেন ভিকি"বাংলানিউজ২৪.কম। ১২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২ 
  11. "'মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১' পেলেন যারা"ঢাকাটাইমস২৪.কম। ২৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২২