পীর ইয়েমেনি

একজন দরবেশ ছিলেন

পীর ইয়েমেনি চতুর্দশ শতাব্দীর একজন দরবেশ ছিলেন। তার আসল নাম ছিল শেখ মালেক[১]

পীর ইয়েমেনি
ব্যক্তিগত তথ্য
সমাধিস্থলঢাকা, বাংলাদেশ
ধর্মইসলাম
আখ্যাসুফিবাদ

পীর ইয়েমেনি ইয়েমেন থেকে দিল্লি হয়ে বাংলায় আসেন। নিজামুদ্দিন আউলিয়ার খানকাহতে তার সাথে শাহজালালের সাক্ষাৎ হয়। তিনি তার সাথে সিলেট বিজয়ে অংশগ্রহণ করেছিলেন।[১]

সিলেট বিজয়ের পর শাহজালাল পীর ইয়েমেনিকে ইসলাম প্রচারের জন্য ঢাকায় পাঠান। তিনি ও তার মুরিদ শাহ বলখী ঢাকায় একটি খানকাহ স্থাপন করেন। এটি ছিল বর্তমান বাংলাদেশ সরকারের সচিবালয় ভবনের নিকটে।[১]

পীর ইয়েমেনির মৃত্যুর সঠিক তারিখ জানা যায় না। ঢাকার ওসমানী উদ্যানের উত্তরপূর্ব পাশে অবস্থিত তার সমাধিসৌধের নিকটে একটি মসজিদ বিদ্যমান।[১] ঢাকার গুলিস্তানে অবস্থিত "পীর ইয়েমেনি মার্কেট" এর নামকরণ তার নামানুসারে করা হয়েছে।[২][৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ভূঞা, মোশাররফ হোসেন (২০১২)। "পীর ইয়েমেনি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "এক ছাঁটের পাঞ্জাবির সঙ্গে জিন্স ফ্যাশন ছেলেদের"সমকাল। ২৬ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ফুটপাতে সস্তা, মার্কেটে চড়া"প্রথম আলো। ২৬ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  4. "লেপ-তোশক তৈরি তো!"কালের কণ্ঠ। ২৬ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০