পিপলোড়া রাজ্য [১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির মালব এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।

পিপলোড়া রাজ্য
पिपलोडा
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৫৪৭–১৯৪৮

মালব এজেন্সির '4' দাগের নিকট পিপলোড়া রাজ্য
আয়তন 
• ১৯০১
১৫৫ বর্গকিলোমিটার (৬০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১১,৪৪১
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৫৪৭
১৯৪৮
উত্তরসূরী
ভারত
১৮৮৮ থেকে ১৯১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজ্যটির শাসক রাজা কেশরী সিং

রাজ্যটির সদর ও প্রশাসনিক দপ্তর ছিল পিপলোদা শহরে, যা বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের রৎলাম জেলায় অবস্থিত। রাজ্যটি ১৫৫ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল।

ইতিহাস সম্পাদনা

পিপলোড়ার ঠাকুর শাসকরা ছিলেন দোদিয়া রাজপুত, তাদের মূল বাসস্থান কাথিয়াবাড় অঞ্চলে৷ তাদেরই কোনো উত্তরসূরী তথা রাজ্যের রাজপরিবারের পূর্বসূরী কালুজী ১২৮৫ খ্রিষ্টাব্দে কাথিয়াবাড় থেকে মালব অঞ্চলে আসেন ও সবলগড় দুর্গ দখল করেন৷ কালুজীর ষষ্ঠ সন্তান শার্দুল সিং রাজ্য বিস্তারের প্রতি নজর দেন এবং পিপলোড়া গ্রাম প্রতিষ্ঠা করেন৷ মালব অঞ্চলে মারাঠাদের উত্থানের সময়ে পিপলোড়ার আয়তন বিপুল হারে হ্রাস প্রাপ্ত হয় এবং বাকী অংশ আমির খান পিণ্ডারীর সামন্ত রাজ্যে পরিণত হতে বাধ্য হন৷ মান্দসৌরের চুক্তি অনুসারে পিপলোড়া উপকৃত হয় এবং পার্শ্ববর্তী জাওরা দেশীয় রাজ্যে পরিণত হয়৷ রাজ্যের ঠাকুরেরা জাওরার নবাবের নিকট বার্ষিক ২৮,০০০ ভারতীয় মুদ্রা রাজস্ব দানের বিনিময়ে তাদের নিজেদের অঞ্চল শাসন করার অধিকার পান৷ সিপাহী বিদ্রোহের সময়ে পিপলোড়ার শাসকরা তাদের নিজস্ব সেনা মান্দসৌরে প্রেরণ করে ব্রিটিশ সরকারকে সহায়তা করেন৷ ১৯০১ খ্রিস্টাব্দে ২৮ টি গ্রাম সংবলিত পিপলোড়া রাজ্যটির জনসংখ্যা ছিলো ১১,৪৪১ জন এবং রাজস্বের পরিমাণ ছিলো ৯৫,০০০ ভারতীয় মুদ্রা৷ [২] ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই পিপলোড়া রাজ্য ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৫ই জুন এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।

শাসকবর্গ সম্পাদনা

পিপলোড়া দেশীয় রাজ্যের শাসকগণ ঠাকুর উপাধিতে ভূষিত হতেন৷

ঠাকুর সম্পাদনা

  • .... - .... সদল সিং
  • ১৮২০ - ১৮.. পৃথ্বী সিং
  • ১৮.. - ১৮.. উমেদ সিং
  • ১৮.. - ১২ নভেম্বর ১৮৬৩ ওঙ্কার সিং
  • ৩০ নভেম্বর ১৮৬৩ – ২৬ অক্টোবর ১৮৮৮ দুলাল সিং
  • ৮ নভেম্বর ১৮৮৮ - ৪ নভেম্বর ১৯১৯ কেশরী সিং
  • ৫ নভেম্বর ১৯১৯ - ১৯৩৬ মঙ্গল সিং
  • ১৯৩৬ - ১৫ জুন ১৯৪৮ রঘুরাজ সিং

তথ্যসূত্র সম্পাদনা