লিয়াকাতাবাদ (উর্দু: لِياقت آباد‎‎), পূর্বে পরিচিত ছিল পিপলান নামে (উর্দু: پِپلاں‎‎), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালী জেলার পিপলান তহসিলে অবস্থিত একটি শহর ও ইউনিয়ন পরিষদ[১] Iশহরটি প্রায় ৫২ কিমি (রাস্তা) নিয়ে জেলা রাজধানী মিয়ানওয়ালী থেকে উত্তরে অবস্থান করছে। অন্যান্য অনেক শহরের মধ্যে পিপলান শহরও পরিবেষ্টিত শহর হিসেবে পরিচিত। নিম্নে তুলে ধরা হলঃ

لِياقت آباد
City
পিপলান
piplan
দেশ পাকিস্তান
প্রদেশপাঞ্জাব
জেলামিয়ানওয়ালী জেলা
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)

দক্ষিণে মুসা ওয়ালী মাথা, চরকিন, ঝনবীর ও কালুর কোট, দক্ষিণে জাল, দোয়াবা, অলুওয়ালী, চক নং ৫ ডিবি, পূর্বে কুন্দিয়ান ও মিয়ানওয়ালী, হেরোনি ও হাফিজ ওয়ালা এবং পশ্চিমে সিন্ধু নদ অবস্থান করছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tehsils & Unions in the District of Mianwali - Government of Pakistan"। ২০০৮-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৮