পিপলস টেলিভিশন নেটওয়ার্ক

পিপলস টেলিভিশন নেটওয়ার্ক (ইংরেজি: People's Television Network; ফিলিপিনো: Telebisyon ng Bayan;[২] পিটিভি তে সংক্ষিপ্ত) হচ্ছে ফিলিপাইন সরকার মালিকানাধীন প্রধান রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারক। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত, পিটিভি পিপলস টেলিভিশন নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (পিটিএনআই) এর মূল ব্র্যান্ড, রাষ্ট্রপতি যোগাযোগ কার্যক্রম দপ্তরের (পিসিওও) অধীনে এটি সংযুক্ত সংস্থাসমূহের মধ্যে একটি। পিটিভি, ভ্রাতৃপ্রতিম গণমাধ্যম কোম্পানি রেডিও ফিলিপাইন নেটওয়ার্ক (সংখ্যালঘু মালিকানাধীন) এবং আন্তঃমহাদেশীয় সম্প্রচার কর্পোরেশন, এবং রেডিও নেটওয়ার্ক ফিলিপাইন সম্প্রচার সার্ভিসের সাথে, পিসিওওর গণমাধ্যম শাখা গঠন করে। এটির সদর দপ্তর, স্টুডিও, এবং ট্রান্সমিটার সম্প্রচার কমপ্লেক্স, ভিসায়াস পথ, বারাঙ্গায় ভাসরা, দিলিমান, কেসোনে অবস্থিত।

পিপলস টেলিভিশন নেটওয়ার্ক
উদ্বোধন২ ফেব্রুয়ারি ১৯৭৪; ৫০ বছর আগে (1974-02-02)
চিত্রের বিন্যাস১০৮০আই (এইচডিটিভি)
(এসডিটিভি ফিডের জন্য ১৬:৯ ৪৮০আইতে ডাউনস্কেল করা)
দেশফিলিপাইন
ভাষাফিলিপিনো
ইংরেজি
পূর্বতন নাম
  • গভর্নমেন্ট টেলিভিশন (১৯৭৪–১৯৮০)
  • মাহার্লিকা সম্প্রচার পদ্ধতি (১৯৮০–১৯৮৬)
  • নিউ টিভি ৪ (ফেব্রুয়ারি–এপ্রিল ১৯৮৬)
  • পিপলস টেলিভিশন নেটওয়ার্ক ইনকর্পোরেটেড (১৯৮৬–২০০১)
  • রাষ্ট্রীয় সম্প্রচার নেটওয়ার্ক (২০০১–২০১১)
ওয়েবসাইটপিটিভি নিউজ
পিপলস টেলিভিশন নেটওয়ার্ক ইনকর্পোরেটেড
ধরনসরকারি মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত কর্পোরেশন
শিল্পরাষ্ট্রীয় গণমাধ্যম
প্রতিষ্ঠাকাল২৬ মার্চ ১৯৯২; ৩২ বছর আগে (1992-03-26)
সদরদপ্তর
সম্প্রচার কমপ্লেক্স, ভিসায়াস পথ, দিলিমান, কেসোন
প্রধান ব্যক্তি
  • মার্টিন আন্দানার (রাষ্ট্রপতি যোগাযোগ কার্যক্রম দপ্তর সচিব)
  • রকি ইগনাসিও (রাষ্ট্রপতি যোগাযোগ কার্যক্রম দপ্তর গণমাধ্যমের সহকারীর অধীনস্থ)
  • মারিয়া ফে পি. আলিনিয়ো (বোর্ডের সভাপতি)
  • বেন-হুর বি. বেনিকুয়েড (বোর্ডের সহ সভাপতি)
  • ক্যাথরিন ক্লো এস. দে কাস্ত্রো (প্রধান পরিচালক এবং সিওও)
বৃদ্ধি ২১.২৬ কোটি (অর্থবছর ২০১৯) [১]
বৃদ্ধি ১৮.৩৯ কোটি (অর্থবছর ২০১৯) [১]
মোট সম্পদবৃদ্ধি ২৮৫.২ কোটি (অর্থবছর ২০১৯) [১]
মোট ইকুইটিবৃদ্ধি ২২৬.৮ কোটি (অর্থবছর ২০১৯) [১]
মালিকফিলিপাইন সরকার
(পিপলস টেলিভিশন নেটওয়ার্ক ইনকর্পোরেটেডের মাধ্যমে রাষ্ট্রপতি যোগাযোগ কার্যক্রম দপ্তর)
কর্মীসংখ্যা
৫৯০ (২০১৮)[১]
অধীনস্থ প্রতিষ্ঠানপিপলস টেলিভিশন নেটওয়ার্ক
সালাম টিভি
ওয়েবসাইটPTNI.gov.ph

একটি সরকারি টেলিভিশন নেটওয়ার্ক হিসেবে, পিটিভি সাধারণ বরাদ্দ আইন (বার্ষিক জাতীয় বাজেট) এর থেকে তহবিল এবং ব্লকটাইমার এবং বিজ্ঞাপকের থেকে বিক্রয় গ্রহণ করে, অন্যদের মধ্যে। পিটিভি মুসলমানদের লক্ষ্য করা ডিজিটাল টেলিভিশন চ্যানেল সালাম টিভিও চালায়।

ইতিহাস সম্পাদনা

ফিলিপাইন সম্প্রচার সার্ভিসের মাধ্যমে ১৯৬১ সালে ফিলিপাইনের সরকার ডিজিএফএম-টিভি চ্যানেল ১০ এর নামে একটি সরকারি টেলিভিশন কেন্দ্র প্রতিষ্ঠান করে যা দুটি অন্যান্য সংগঠনের সাথে টাইম শেয়ার করেছে। এটি সরকারী ভর্তুকি দ্বারা অর্থায়ন করা হয়েছিল কিন্তু চ্যানেল ফ্রিকোয়েন্সি বরাদ্দের কারণে এটির একটি ছোট জীবন ছিল।[৩]

দেশের সরকারি টেলিভিশন নেটওয়ার্ক সম্প্রচার শুরু করে ১৯৭৪ সালের ২ ফেব্রুয়ারিতে, গভর্নমেন্ট টেলিভিশন (জিটিভি-৪) এর রূপে, রাষ্ট্রীয় গণমাধ্যম প্রযোজনা কেন্দ্রের একটি বিভাগ।[৪] সরকারি চ্যানেলটি প্রথমে লিটো গোরোস্পে এবং পরে প্রেস সেক্রেটারি ফ্রান্সিসকো তাতাদ এর নেতৃত্বে ছিল। এটি প্রথমে ইন্ট্রামুরোস, ম্যানিলার সোলানা বিল্ডিং এ সদর দপ্তর ছিল এবং পরে বোহল এভিনিউ, কেসোনে এবিএস-সিবিএন সম্প্রচার কেন্দ্রে স্থানান্তরিত হয়েছিল। ১৯৭৬ সালে এটি রঙিন সম্প্রচার শুরু করে, এবং সেটি করার ফিলিপাইনের শেষ জাতীয় নেটওয়ার্ক ছিল, যখন দুই দশকের কাছাকাছির জন্য এটি ফিলিপাইন বাস্কেটবল অ্যাসোসিয়েশনের দীর্ঘকালের বাড়ি ছিল।

তথ্যমন্ত্রী গ্রেগোরিও সেন্ডানিয়ার নেতৃত্বে ১৯৮০ সালে জিটিভির নাম মাহার্লিকা সম্প্রচার পদ্ধতিতে রূপান্তর করা হয়। ততক্ষণে, এটি দেশব্যাপী প্রাদেশিক কেন্দ্র খোলার সাথে সাথে বিস্তৃত হতে শুরু করে, যার মধ্যে সেবু, ব্যাকোলোদ, এবং দাভাওতে ৩টি কেন্দ্র রয়েছে যারা একসময় প্রাক-সামরিক আইন এবিএস-সিবিএনের মালিকানাধীন ছিল।[৪]

১৯৮৬ সালে জনশক্তির বিপ্লবের পর এটি, জাতীয় ইতিহাসের সেই ঐতিহাসিক ঘটনার সময়, প্রথমত নিউ টিভি ৪ নামে পরিচিত ছিল, কিন্তু দুই মাস পরে এপ্রিলে এটি পেপলস টেলিভিশনে নাম পরিবর্তন হয়। সম্প্রচারক টিনা মনজোন-পালমা এবং হোসে মারি ভেলেজ নতুন নতুন ব্র্যান্ড করা কেন্দ্রটি কয়েক মাসের জন্য পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি কোরাজন অ্যাকুইনো দ্বারা ট্যাপ করেছিলেন, জিএমএ ৭ এ ফিরে আসার আগে।[৫] পরে এটি আরপিএনের সাথে ১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রচারিত করার জাতীয় নেটওয়ার্ক হল।

১৯৯২ সালের ২৬ মার্চে ফিলিপাইনের রাষ্ট্রপতি কোরাজন অ্যাকুইনো প্রজাতন্ত্র আইন ৭৩০৬ স্বাক্ষরিত করে, যা পিটিভিকে আনুষ্ঠানিকভাবে পিপলস টেলিভিশন নেটওয়ার্ক ইনকর্পোরেটেড নামের একটি সরকারি সংস্থাতে রূপান্তর করে।[৪]

১৯৯২ সালের জুন মাসে তিনি সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রপতি ফিদেল ভি. রামোস পিটিভি নেটওয়ার্কের প্রথম পরিচালনা পর্ষদ নিযুক্ত করে। মূলধন ব্যয়ের জন্য নেটওয়ার্কটিকে এককালীন সমতা তহবিল দেওয়া হয়েছিল। ১৯৯২ সাল থেকে পিটিভি তাদের নিজস্ব আয়ের উপর কাজ করছে। প্রজাতন্ত্র আইন ৭৩০৬ শর্ত দেয় যে সরকার নেটওয়ার্ক পরিচালনার জন্য তহবিল যথাযথ করবে না।[তথ্যসূত্র প্রয়োজন]

 
কেসোনে পিটিভি-৪ এর ট্রান্সমিটার

পালাপা সি২ এর মাধ্যমে ১৯৯২ সালে পিটিএনআই দেশজুড়ে পূর্ণাঙ্গ স্যাটেলাইট সম্প্রচার শুরু করে। এটির মূল কেন্দ্র, কেসোনভিত্তিক পিটিভি-৪, ৫০০ ফু (১৫০ মি) টাওয়ারে বসে একটি ৪০-কিলোওয়াট ব্র্যান্ড-নতুন ট্রান্সমিটারের গর্ব করে। দেশজুড়ে এটির ৩২ প্রাদেশিক কেন্দ্রের সাথে নেটওয়ার্কটি এটির নাগাল এবং কভারেজ সম্প্রসারিত করেছে প্রায় ৮৫ শতাংশ টেলিভিশন দেখার পাবলিক দেশব্যাপী।

 
পিটিভির ১৯৯৫ সালের লোগো

এখনও পর্যন্ত, পিটিএনআই এমন ধরনের অনুষ্ঠান প্রচারিত করেছে যেগুলো ১৯৮৭ সালে সেরা স্টেশন এবং সবচেয়ে ভারসাম্যপূর্ণ অনুষ্ঠানসমূহের জন্য হল অফ ফেম পুরস্কার অর্জন করেছে এবং তার পরের দুই বছর ক্যাথলিক গণমাধ্যম পুরস্কার (সিএমএমএ) এর থেকে। এটির নাম অনুসারে, তাদের প্রাসঙ্গিকতা এবং উত্পাদনের শ্রেষ্ঠত্বের জন্য বেশ কয়েকটি অগ্রগামী এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষাগত, সাংস্কৃতিক এবং জনসেবা অনুষ্ঠান রয়েছে। ১৯৯৬ সালে, পিটিভি পিএমপিসি স্টার অ্যাওয়ার্ডস ফর টেলিভিশনের সেরা টিভি স্টেশন আইডি ("আং নেটওয়ার্ক পারা সা পিলিপিনো" [অর্থ: ফিলিপিনোদের জন্য নেটওয়ার্ক]) পুরস্কার জিতেছে।

পিটিএনআই শিক্ষামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানস অগ্রগামী করেছে। এটির কিছু পুরস্কার বিজয়ী অনুষ্ঠানসমূহ ছিল তেলে-আরালান নং কাকাইয়াহান (যা এবিএস-সিবিএনের দ্য নলেজ চ্যানেল দশক ধরে পূর্ববর্তী করেছে), আতিং আলামিন, স্মল ওয়ার্ল্ড (এবং এর উত্তরসূরি) কিডসংস, ফর আরট'স সেক, কোস্ট টু কোস্ট, এবং পাকো পার্ক প্রেজেন্টস। ১৯৯০ দশকে, এটির শিক্ষামূলক অনুষ্ঠানসমূহে মূলে ছিল টেলিভিশন বা কনস্টেল এর মাধ্যমে অবিরত অধ্যয়ন, একটি অনুষ্ঠান যার লক্ষ্য বিজ্ঞান এবং ইংরেজির প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের শিক্ষার দক্ষতা উন্নত করা। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগ (ডিইসিএস) দ্বারা প্রাতিষ্ঠানিক, কনস্টেল বিজ্ঞান এবং ইংরেজি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের আঞ্চলিক এবং বিভাগীয় নেতা স্কুল শিক্ষক প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে এবং উচ্চ শিক্ষা কমিশন এর শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে।

পিটিএনআই প্রধান আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সম্প্রচারকারীও হয়েছে। এটি অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা প্রচারিত করেছে, সিউলে ১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে শুরু করে, ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক (এবিএস-সিবিএনে প্রচারিত), ২০০৮ সালের বেইজিং অলিম্পিক (সোলার এন্টারটেইনমেন্ট কর্পোরেশনে প্রচারিত), ২০১২ সালের লন্ডন অলিম্পিক, ২০১৬ সালের রিও অলিম্পিক, এবং ২০২১ সালের টোকিও অলিম্পিক (টিভি৫ এ প্রচারিত)। ১৯৯১, ১৯৯৫, ২০০৫, এবং ২০০৭ সালের দক্ষিণ-পূর্ব এশীয় গেমস প্রচারিত করার ফিলিপিনো নেটওয়ার্ক পিটিএনআই ছিল ২০০৯ সাল থেকে অনুপস্থিত হয়ে এবং ২০১৭ সালে আবার উপস্থিত হয়; ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত এশীয় গেমস এবং ২০০৭ এবং ২০০৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই সম্প্রচার চলাকালীন, পিটিএনআই বিভিন্ন ক্রীড়া সংস্থার কাছ থেকে প্রশংসা পেয়েছে। ১৯৯৬ সালে এটির আটলান্টা অলিম্পিক গেমসের সফল সম্প্রচারের জন্যে এটি রাষ্ট্রপতি ফিদেল ভি. রামোসের থেকে একটি রাষ্ট্রপতির প্রশংসাপত্র পেয়েছে।

১৯৯৭ সালের মার্চে পিটিভি ২৫ বছরের জন্য তার মহাসভাসম্পর্কিত ফ্র্যাঞ্চাইজি পুনর্নবীকরণ করে। ফিলিপাইনের আইনের অধীনে, কোনও সম্প্রচার সংস্থা ফিলিপাইন কংগ্রেসের ফ্র্যাঞ্চাইজি ছাড়া কাজ করতে পারে না, এমন একটি কর্তৃপক্ষ টেলিযোগাযোগ এবং টেলিভিশন এবং রেডিওর মতো সম্প্রচার গণমাধ্যমের কার্যক্রমকে সীমিত ও নিয়ন্ত্রণ করে।

২০০১ সালের ১৬ জুলাইতে রাষ্ট্রপতি গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো দ্বারা নিযুক্ত একটি নতুন ব্যবস্থাপনার অধীনে, পিটিএন একটি নতুন নাম, "রাষ্ট্রীয় সম্প্রচার নেটওয়ার্ক", গ্রহন করে, "এক জনতা. এক জাতি. এক দৃষ্টি." স্লোগানের সাথে, এটির নতুন আনুষ্ঠানিক খোঁচার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন চিত্রের জন্য। ২০১০ সালে অ্যাকুইনো প্রশাসনের পর্যন্ত নেটওয়ার্কটি এই নামে পরিচিত ছিল।

টেলিভিশন ও রেডিও সম্প্রচার সার্ভিসের (টিএআরবিএস) সহযোগিতায় ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারিতে এনবিএন ওয়ার্ল্ড চালু করার সাথে এনবিএন তাদের সম্প্রচারের পরিধি প্রসারিত করেছে। এই বিশ্বব্যাপী সম্প্রসারণটি এনবিএনের জন্য নতুন দিকনির্দেশের সংকেত দেয় কারণ এটি বিশ্বের বাকি অংশে, বিশেষ করে বিদেশে থাকা লক্ষ লক্ষ ফিলিপিনোদের কাছে অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে।[৬] এনবিএন অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, এবং এশিয়া-প্যাসিফিকে পূর্বে এনবিএন আলাগা ২ ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে দেশজুড়ে সম্প্রচার করছিল, তারপরে এটি এবিএস-১ (বর্তমানে এবিএস-২) এ স্থানান্তর হয়েছিল গত ২০১১ সালের সেপ্টেম্বরে (বর্তমানে এখন টেলস্টার ১৮ ব্যবহার করছে)।

২০১০ সালের আগে কেসোনে এনবিএনের প্রধান স্টুডিও এবং বাগিও, সেবু, এবং নাগার আঞ্চলিক কেন্দ্রসমূহ প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলোর সাথে প্রতিযোগিতা করার জন্য তাদের জন্য সবচেয়ে আধুনিক সংবাদ সংগ্রহের সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হবে। একটি নতুন হ্যারিস ট্রান্সমিটারও স্থাপিত হয়। এনবিএনের ট্রান্সমিটারের বিদ্যুৎ ৪০ কিলোওয়াট থেকে ৬০ কিলোওয়াটে বাড়ানো হবে (কিন্তু ২০১৩ সালে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করতে নেটওয়ার্কটির সম্প্রচার বিদ্যুৎ উৎপাদন ৫০ কিলোওয়াটে কমানো হয়, পরে ২০১৬ সালের জুনে ৪০ অথবা ২৫ কিলোওয়াটে কমানো হয়)। এনবিএনের ডিজিটাল চ্যানেল এখন ইউএইচএফ চ্যানেল ৪৮ (ইউএইচএফ চ্যানেল ৪২ এবং পরে ইউএইচএফ চ্যানেল ১৪ তে স্থানান্তর) এ উপলব্ধ জাপানী ডিজিটাল টিভি ধরনের মাধ্যমে

২০১১ সালে এনবিএন জাপান সরকার থেকে দান করা সরঞ্জামগুলির মাধ্যমে এটির ডিজিটাল সম্প্রচার ক্ষমতা বৃদ্ধি অব্যাহত রেখেছে। এই সরঞ্জামটি এনবিএন কে প্রয়োজনে জরুরি সতর্কতা সম্প্রচার শুরু করার অনুমতি দেবে (যুক্তরাষ্ট্রে জরুরী সতর্ক পদ্ধতির মতো, তবে জাপানি ডিজিটাল টিভি স্ট্যান্ডার্ড ব্যবহারের কারণে, সিস্টেমটি এমন হওয়ার সম্ভাবনা বেশি। জাপানি জে-অ্যালার্ট সিস্টেমের উপর ভিত্তি করে)।

যদিও ব্র্যান্ডিংটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সম্প্রচার নেটওয়ার্ক নামে পরিচিত, ২০১১ সালের আগস্টে "পিপলস টেলিভিশন" ব্র্যান্ড যেটি ২০০১ সালে অবসর নেওয়া হয়েছিল, কয়েক মাস পরে পটিএনআই একটি প্রাথমিক ব্র্যান্ড হয়ে ওঠে, এবং রাষ্ট্রীয় সম্প্রচার নেটওয়ার্ক ব্র্যান্ডিংটি অবসরপ্রাপ্ত হয়।

২০১২ সালের ২ জুলাইতে একটি বালাঙ্গায় স্টেশন আইডির সাথে পিটিভি একটি নতুন লোগো এবং স্লোগান "তেলেবিশ্যোন নং বায়ান (অর্থ: জনতার টেলিভিশন)" এর উদ্বোধন করে।[৭]

 
২০১২ সালের ২ জুলাই থেকে ২০১৭ সালের ২ এপ্রিলের পর্যন্ত ব্যবহৃত পিটিভির লোগো

২০১৩ সালের মার্চে রাষ্ট্রপতি তৃতীয় বেনিগনো অ্যাকুইনো প্রজাতন্ত্র আইন ১০৩৯০ স্বাক্ষরিত করে, পুরানো সনদ বাতিল করে, যেখানে ব্যবস্থাপনা পুনর্গঠনের অধীনে থাকবে এবং সরকার কেন্দ্রটিকে পুনরুজ্জীবিত করার জন্য পিটিভিকে ₱৫০০ কোটি দেবে এবং এটিকে জিএমএ নেটওয়ার্কের আইনের প্রশ্ন থাকা সত্ত্বেও "ডিজিটাল প্রতিযোগিতামূলক" করে তুলবে, এই আশঙ্কায় এটা প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে। পিটিভি ২০১৪ সালের প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ₱৫.৯ কোটি উৎপন্ন রাজস্ব অর্জন করেছে।[৮][৯]

পিটিভি ২০১২ সাল থেকে তাদের আধুনিকীকরণ কার্যক্রম শুরু করেছে, যার মধ্যে রয়েছে স্টুডিও প্রযুক্তিগত সরঞ্জাম, ক্যামেরা, যানবাহন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটারের অধিগ্রহণ, ভিসায়াস পথ, কেসোনে প্রধান অফিসের জন্য, কয়েকটি আঞ্চলিক দপ্তরের সাথে, তাদের পরিকল্পনার পুনর্বাসন অন্তর্ভুক্ত নাগা, বাগিও, ইলোইলো, সেবু, জাম্বোয়াঙ্গা, কোতোবাতো, কালবায়োগ, তাক্লোবান, পাগাদিয়ান, এবং দুমাগুয়েতেতে পিটিভি কেন্দ্র।[১০][১১]

স্বল্প বা কোনো বাজেট ছাড়াই পরিচালিত হওয়া সত্ত্বেও, নতুন পিটিভি এখনও ২০১৩ সালের জাতীয় ও স্থানীয় নির্বাচন, ২০১৩ মধ্য ভিসায়াস ভূমিকম্প সহ দেশের সবচেয়ে বড় ঘটনাগুলি কভার করতে পেরেছিল, যেমন টাইফুন ওন্দয় (কেৎসানা), যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি বারাক ওবামা এবং পোপ ফ্রান্সিসের পরিদর্শন, এপিইসি ফিলিপাইন ২০১৫[১২] এবং ২০১৬ জাতীয় ও স্থানীয় নির্বাচন। ৩২ বছর ধরে রেডিও ফিলিপাইন নেটওয়ার্ক এর দীর্ঘস্থায়ী অনুশীলন পরিত্যাগ করার ৭ বছর পর, ২০১৩ সালে পিটিভিও স্ক্রিনের নীচের বাম অংশে এমবেড করা স্টেশনের ডিজিটাল ঘড়ির সম্প্রচার পুনরায় চালু করে।

২০০৫ সালে রেডিও নং বায়ানের কিছু অনুষ্ঠান এনবিএনেও প্রচারিত হয়েছিল, এগুলোর জন্য ব্যবহৃত ভিসায়াস পথের স্টুডিওর সাথে, তিনিগ নং বায়ান ব্যানারের অধীনে। ২০১৪ সালে একটি নতুন সকালের সংবাদ অনুষ্ঠান রাজ্যোবিশ্যোন সহ দুটির মধ্যে অংশীদারিত্ব ফিরিয়ে আনা হয়, যা আইবিসি-১৩ এও সিমুলকাস্ট করা হয়েছিল এবং দেশজুড়ে রেডিও নং বায়ান কেন্দ্রসমূহে শুনাও গিয়েছিল, এটির নিজস্ব স্টুডিও এবং আরএনবি রেডিও বুথের থেকে সম্প্রচার হয়ে। উদ্বোধনের আগে আরএনবি - ফিলিপাইন সম্প্রচার সার্ভিস অংশ হিসেবে - আগের থেকেই, ২০১২ সাল থেকে, এটির সমস্ত কেন্দ্রে নিউজ @ ১ এবং নিউজ @ ৬ সিমুলকাস্ট করছিল।

সাম্প্রতিক উন্নয়ন সম্পাদনা

 
পিটিভির ক্রান্তিকালীন/মূল লোগো, এলএ দ্বারা তৈরি, যা ২০১৭ সালের ৩ এপ্রিল থেকে ২৭ জুনের পর্যন্ত ব্যবহৃত; ২৮ জুনের থেকে সম্প্রচারে মাধ্যমিক লোগো হিসেবে এখনো এটি ব্যবহৃত।

রাষ্ট্রপতি যোগাযোগ সচিব মার্টিন আন্দানারের নির্দেশনায়, নেটওয়ার্কটি কেন্দ্রের অনুষ্ঠানসমূহ উন্নত করতে এবং দেশব্যাপী উপস্থিতি সম্প্রসারণের জন্য একটি বড় পুনরুজ্জীবন পরিকল্পনা গ্রহণ করবে, যা অন্যান্য রাষ্ট্রীয়-মিডিয়া সংগঠনগুলোর সাথে সমান হতে পারে, যেমন যুক্তরাজ্যের বিবিসি, জাপানের এনএইচকে, যুক্তরাষ্ট্রের পিবিএস, কানাডার সিবিসি এবং অস্ট্রেলিয়ার এবিসি অস্ট্রেলিয়া, এবং এর গৌরবময় বছরগুলি ফিরিয়ে আনতে ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে দেশের শীর্ষ ৫ টেলিভিশন নেটওয়ার্কগুলির মধ্যে একটি হিসাবে।[১৩] তিনি কেন্দ্রের সম্পাদকীয় স্বাধীনতা বাস্তবায়নও করবে।[১৪] আন্দানার উল্লেখ করেছেন যে রাষ্ট্রীয় মালিকানাধীন নেটওয়ার্ক এবিসি এবং বিবিসি থেকে দলগুলিকে পিটিভির পুনরুজ্জীবন পরিকল্পনায় সাহায্য করার জন্য ফিলিপাইনে পাঠানো হবে।[১৫] তিনি পিটিভি-৪ এর সংবাদ বিভাগের তত্ত্বাবধানের জন্য এবিএস-সিবিএন নিউজের একজন প্রাক্তন নির্বাহী, চ্যারি ভিলাকেও ট্যাপ করেছিলেন, কিন্তু মূল জাতীয় ইস্যুতে তার তীব্র বিরোধিতার কারণে ভিলা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল।[১৬]

জুন মাসে নির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছিলেন যে তিনি আর সংবাদ সম্মেলন পরিচালনা করবেন না, এবং পরিবর্তে পিটিভির মাধ্যমে ঘোষণা এবং সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করবেন।[১৭] দুই মাস পরে, উনার প্রতিশ্রুতি প্রত্যাহার করা হয় এবং চ্যানেলে সংবাদ সাক্ষাৎকার এবং সম্মেলন পুনরায় শুরু হয়।

২০১৬ সালের ১৭ জুনে পিটিভি এবং জাপান একটি ৩.৮২ কোটি ইয়েন মূল্যের সাংস্কৃতিক অনুদান সহায়তা এবং এনএইচকের থেকে অনুষ্ঠানসমূহ অধিগ্রহণে স্বাক্ষর করেছে চ্যানেলটির সামগ্রিক অনুষ্ঠানসমূহের উন্নতির জন্য।[১৮] সপ্তাহের মধ্যে, বেশ কিছু বছর পরে চ্যানেলটিতে এনএইচকের জাপান ভিডিও টপিকস ফিরে আসে। কিন্তু ১ বছর পর, ২০১৭ সালের ১১ জুলাইতে পিটিভি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি (জেআইসিএ) আইএসডিবি-টি ডিজিটাল টিভি ধরনের মাধ্যমে চ্যানেলে জাপানের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারকারী এনএইচকের থেকে ৬০০টি শিক্ষাগত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পিত সম্প্রচারের জন্য আরেকটি সাংস্কৃতিক অনুদান সহায়তার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।[১৯]

২০১৬ সালের ৭ জুলাইতে পিটিএনআইএর সভাপতি মারিয়া ক্রিস্টিনা সি. মারিয়ানো, পিটিএনআইএর সহ সভাপতি ভেরোনিকা বালুয়ুত-জিমেনেজ, নেটওয়ার্কের প্রধান পরিচালক আলবার্ট ডি. বোকোবো, এবং বোর্ড পরিচালকসমূহ হোসেমারিয়া ক্লারো এবং সিন্ডি রাচেল ইগমাত, যারা সমস্ত অ্যাকুইনো প্রশাসনের সময়ে নিযুক্ত, আন্দানারের মাধ্যমে দুতের্তের কাছে পদত্যাগপত্র জমা দেন।[২০] তারপরে "তেলেবিশ্যোন নং বায়ান" স্লোগানটি লোগোর থেকে বাতিল করা হয়, এবং ২০১৭ সালের ২ এপ্রিলের পর্যন্ত ২০১২ লোগোটির ব্যবহার অব্যাহত থাকে। ৩ দিন পরে, প্রাক্তন পিটিএনআই ভারপ্রাপ্ত সংবাদ এবং প্রশাসনিক বিভাগের প্রধান, অ্যালেক্স রে ভি. পাল অস্থায়ীভাবে নেটওয়ার্কের দায়িত্বপ্রাপ্ত দপ্তর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সালের ২৪ নভেম্বরের পর্যন্ত বোকোবো নেটওয়ার্কের প্রধান পরিচালক হিসেবে বহাল থাকেন। আন্দানার অসন্ন নেটওয়ার্ক প্রধান পরিচালক হিসেবে টিভি৫ এর উৎপাদন প্রকৌশলীর প্রাক্তন সহ সেভাপতি ডিনো আন্তোনিও সি. অ্যাপোলোনিওকে নিয়োগের ঘোষণা দিয়েছেন।[২০] কিন্তু ৪ মাস পরে, ২০১৬ সালের ২৫ নভেম্বরে, এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে অ্যাপোলোনিও নামে পিটিভিকে বোকোবোর স্থলাভিষিক্ত নেটওয়ার্ক মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তিনি নেটওয়ার্কের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবেও নিযুক্ত হয়েছেন, যখন নেটওয়ার্কের বোর্ড সদস্য ক্লারোও নেটওয়ার্ক সহ সেভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।[২১][২২]

২০১৬ সালের ২০ ডিসেম্বরে জিওসিসি সহকারীর অধীনস্থ জর্জ আপাসিব্লে নেটওয়ার্কের বড়দিনে পার্টির সময় ঘোষণা করেছিলেন যে পিটিভি ২০১৭ সালের মধ্যে টেলিভিশন রেটিংয়ে আরও বেশি স্থান পাবে কারণ নেটওয়ার্কটি বর্তমানে টিভি৫ এর হাতে থাকা #৩ স্থানটিকে লক্ষ্য করে।[২৩]

২০১৭ সালের ৪ জানুয়ারিতে পিসিওও সচিব মার্টিন আন্দানার ঘোষণা দেন যে পিটিভির ট্রান্সমিটারের বিদ্যুৎ উৎপাদন ২৫ কিলোওয়াট থেকে ৬০ কিলোওয়াটে বাড়ানো হয় আরও ভালো এবং পরিষ্কার সিগনাল অভ্যর্থনার জন্য।[২৪]

২০১৭ সালের ১২ জানুয়ারিতে পিটিভি এবং জাপানভিত্তিক আইটি কোম্পানি এনইসি ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশনে নেটওয়ার্কে রূপান্তরের জন্য নতুন ডিজিটাল ট্রান্সমিটার এবং হেড-এন্ড সিস্টেমের সম্পাদনের চুক্তি স্বাক্ষরিত করে। নেটওয়ার্কটি ফিলিপাইনের ছয়টি এলাকায় ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশন সার্ভিস চালু করতে প্রস্তুত আছে, ২০১৭ সালের জুলাইর মধ্যে ফিলিপাইনের ম্যানিলা, বাগিও, নাগা, গুইমারাস, সেবু, এবং দাভাওতে ডিটিটি ট্রান্সমিটার এবং সঙ্কোচন মাল্টিপ্লেক্সার প্রবর্তন করে।[২৫][২৬] ১ বছর পর, ২০১৮ সালের ১০ জানুয়ারিতে, জাপানের অভ্যন্তরীণ ব্যাপার এবং যোগাযোগ মন্ত্র সেইকো নোদা এবং পিসিওও এর সচিব মার্টিন আন্দানার, পিসিওও প্রধানের সাথে, কেসোনে পিটিভির স্টুডিওতে পরিদর্শন করে, পিটিভির ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশন সম্প্রচারের আনুষ্ঠানিক চালুর জন্যে।[২৭][২৮][২৯]

পিটিভির জন্য একটি নতুন লোগো, যা প্রাক্তন পিটিভি সিনিয়র গ্রাফিক শিল্পী এলএ দ্বারা ধারণা করা হয়েছিল (এর ২০১২ সংস্করণকে প্রতিস্থাপন করে), পিটিভি নিউজব্রেকের ২০১৭ সালের ১১ মার্চের সংস্করণে পূর্বরূপ হয়েছিল বাগিওতে কেন্দ্রের কর্ডিলেরা কেন্দ্রস্তলের উদ্বোধন উপলক্ষে। উদ্বোধনের সাথেই সরকার একেবারে নতুন বাহিরের সম্প্রচার এবং ডিজিটাল স্যাটেলাইট সংবাদ সংগ্রহের ভ্যান চালু করেছে। উদ্বোধনটি রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে এবং পিসিওও সচিব মার্টিন আন্দানার দ্বারা নেতৃত্ব করা হয়েছিল। নতুন লোগোতে পরিবর্তন সেই সালের ৩ এপ্রিলে শুরু হয়েছিল, যখন পিটিভি একটি নতুন শব্দচিহ্ন লোগো, এটির অনুরূপ স্টেশন আইডি, এবং নতুন গ্রাফিক্স গ্রহণ করে।[৩০] অবশেষে এটির প্রাতিষ্ঠানিক লোগো, যা ফিলিপাইনের পতাকা উপাদানগুলোর প্রতিনিধিত্ব করে এবং এটির নিজস্ব কর্ডিলেরা কেন্দ্রস্তলের উদ্বোধনের পূর্বরূপও দেখা হয়েছিল, ২০১৭ সালের ২৮ জুনে স্টেশনের অধিবেশন শুরুর সময় চালু করা হয়েছিল। নেটওয়ার্কটি এটির নতুন স্লোগানও, "পারা সা বায়ান (অর্থ, জাতির জন্য)", চালু করেছে, যা পরিবর্তনের আগেও এটি ২০১৬ সালের জুলাই থেকে ব্যবহৃত।[৩১][৩২][৩৩]

২০১৭ সালের ৩ জুনে পিটিভি সিজিটিএনের অনুষ্ঠান সিমুলকাস্ট করা শুরু করে, যেহেতু এর কিছুহ কর্মীরা বিশ্বব্যাপী রাষ্ট্রীয় এবং বেসরকারি টিভি চ্যানেলগুলিতে প্রশিক্ষণ পরিদর্শনের অংশ হিসাবে বছরের শুরুতে এর সুবিধাগুলি পরিদর্শন করেছিল। পরে ২০১৮ সালের ১৮ এপ্রিলে ডিজিটাল টেরেস্ট্রিয়াল টেলিভিশনের মাধ্যমে এটি ১০৮০আই ফুল এইচডি সম্প্রচার শুরু করে।

নেটওয়ার্কটি তাদের নতুন লোগো প্রবর্তনের এক বছর পর, নতুন রূপের পিটিভি জনসাধারণের কাছে ২০১৮ সালের ১২ জুলাইতে তাগুইগের মার্কুইস ইভেন্টস প্লেসে একটি বাণিজ্য উদ্বোধনের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছিল। বাণিজ্য উদ্বোধনের সময়ে নতুন প্রশাসন ২০১৬ সালে নেটওয়ার্কের কার্যক্রম হাতে নেওয়ার পর থেকে প্রযুক্তিগত এবং সম্প্রচার সরঞ্জাম এইচডি এবং ডিজিটাল টিভিতে উন্নত করার পর থেকে নেটওয়ার্কটি তাদের প্রযুক্তিগত কৃতিত্ব প্রদর্শন করেছে – তাদের সোশ্যাল মিডিয়া উপস্থিতি এবং তাদের পুনরুজ্জীবিত অনুষ্ঠানসূচী আপের জন্য প্রস্তুত। সংবাদ ও বর্তমান ঘটনার অনুষ্ঠান, কর্ডিলেরা এবং দাভাও থেকে স্থানীয় সংবাদ, তথ্যচিত্র, ক্রীড়া, বিনোদন, এবং জনসেবা অনুষ্ঠানগুলো নেটওয়ার্ক এবং তাদের অংশীদার সরকারী সংস্থাগুলির দ্বারা সহ-প্রযোজনা করা হয়, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আসিয়ান অঞ্চলের থেকে বিদেশী অনুষ্ঠান সহ আসন্ন স্থানীয় অনুষ্ঠানগুলোর সাথে।[৩৪] পিটিভি একটি বড় ভিজ্যুয়াল ফেসলিফ্টে গিয়েছিল, "কাসামা মো, পারা সা বায়ান" (অর্থ, আপনার সঙ্গী, জাতির জন্য) নামের এটির নতুন স্টেশন আইডির প্রচারের সাথে, যা পরের দিনে শুরু হয়।

উনার প্রথম রাষ্ট্রের জাতি ভাষণে রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে একটি আইন তৈরির প্রস্তাব করেছিলেন যা পিপলস টেলিভিশন নেটওয়ার্ক এবং ফিলিপাইন সম্প্রচার সার্ভিসকে একক সত্তায় একীভূত ও একীভূত করবে, এবং এটি পিপলস ব্রডকাস্টিং কর্পোরেশন নামে পরিচিত হবে (পিবিসি), বিবিসির মতো। প্রস্তাবিত পিবিসি মুসলমান সংখ্যালঘু এবং দক্ষিণের লুমাদ জাতির জন্য দেশের প্রথম বিশেষত্ব চ্যানেলসমূহ উদ্বোধন করবে। পিবিসি ভিসায়াস এবং মিন্দনাওয়ে টিভি সম্প্রচার কেন্দ্রস্তলও স্থাপন করবে, লুজোনে এটির প্রধান সদর দপ্তর এবং এটির প্রধান শহরের মধ্যে টিভি সম্প্রচার স্টুডিওর স্বগত।[৩৫] ২০১৭ সালের ১০ জুলাইতে সালাম টিভি পরিক্ষামূলক সম্প্রচার শুরু করেছে।

অনুষ্ঠানসমূহ সম্পাদনা

সাধারণভাবে পিটিভি স্থানীয় প্রযোজিত সংবাদ এবং বর্তমান ঘটনার অনুষ্ঠান এবং তথ্যচিত্র, ক্রীড়া, জনসেবা, এবং বিনোদন অনুষ্ঠান প্রচারিত করে, এছাড়াও চীন, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, এবং আসিয়ানযুক্ত দেশসমূহের থেকে এটির প্রতিপক্ষের থেকে বৈদেশিক অনুষ্ঠান এবং ব্লকটাইম অনুষ্ঠানও প্রচারিত করে। নেটওয়ার্কটি ফিলিপাইন প্রজাতন্ত্র সরকারের মূল টেলিভিশন সম্প্রচার শাখা হিসেবে পরিবেশন করে, এবং রাষ্ট্রপতি যোগাযোগ কার্যক্রম দপ্তরের একটি অংশ। এটির অনুষ্ঠানসমূহ অন্য রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আইবিসির থেকে বিভিন্ন, যেহেতু পিটিভি সরকারের কণ্ঠস্বর হিসেবে এর কার্যকারিতাকতে মনোযোগ দেয়, এবং আইবিসি একটি সাধারণ বিনোদন চ্যানেল যা পিটিভির কিছু অনুষ্ঠানের পুনঃপ্রচার দেখায়।

পিটিভি স্টেশনস ওয়ার্ল্ডওয়াইড সম্পাদনা

পিটিভি ওয়েবসাইট সম্পাদনা

পিটিভি ওয়েবসাইট হল ইন্টারনেট ব্যবহার করে বিশ্বব্যাপী সমস্ত ফিলিপিনোদের কাছে পৌঁছানোর জন্য পিপলস টেলিভিশন নেটওয়ার্কের আরেকটি উদ্যোগ। এটি শুধুমাত্র নিউ মিডিয়া ইউনিটের ডিও দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। পিটিভি ওয়েবসাইটটি পিটিভির মূল কেন্দ্রের অনুষ্ঠানসমূহ ফিলিপাইনের কেসোনের থেকে বিনামূল্যে লাইভ ভিডিও স্ট্রিমিং বৈশিষ্ট্যযুক্ত।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. People's Television Network, Inc. 2019 Annual Report to Commission on Audit (প্রতিবেদন)। নিরীক্ষা কমিশন। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৭, ২০২১ 
  2. Direktoryo ng mga Ahensiya at Opisyal ng Pamahalaan ng Pilipinas (পিডিএফ) (ফিলিপিনো ভাষায়)। বাজেট এবং ব্যবস্থাপনা বিভাগ। ২০১৮। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  3. What's the story, pinoy TV
  4. "History"কর্পোরেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  5. রুমবান, লুজ (২৪ আগস্ট ২০১৭)। "The prime of Ms. Tina Monzon Palma"এবিএস-সিবিএন নিউজ। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  6. "NBN launches worldwide television service"ম্যানিলা স্ট্যান্ডার্ড। কামাহালান পাবলিকেশনস ইনকর্পোরেটেড। ১৭ ফেব্রুয়ারি ২০০৩। পৃষ্ঠা ২১। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  7. PTV Station ID "Telebisyon ng Bayan" 2012। bidyobandidoel। ২০ জুলাই ২০১২। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  8. Government to infuse P5 B into state TV network | Inquirer News
  9. GMA mulls legal option on PTV 4 revival | Business, News, The Philippine Star | philstar.com
  10. "PIA 11 Cebu back on air"ফিলিপাইন তথ্য এজেন্সি। ৪ সেপ্টেম্বর ২০১৫। ১৯ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৫, ২০১৫ 
  11. "PTV powers all Visayas stations, Mindanao next"ফিলিপাইন তথ্য এজেন্সি। ২৯ অক্টোবর ২০১৫। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  12. "Our Story"। ১৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  13. "Gov't TV station 'bulok,' says incoming PCOO chief Andanar"এবিএস-সিবিএন নিউজ। ৭ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  14. রোমেরো, অ্যালিক্সিস (১৭ জুন ২০১৬)। "Former ABS-CBN news exec being eyed as PTV-4 general manager"দ্য ফিলিপাইন স্টার। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  15. "BBC, ABC to visit PH for PTV 4 transformation—Andanar"ফিলিপাইন দৈনিক অনুসন্ধানকারী। ৭ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  16. "Veteran journalist Charie Villa declines offer to head PTV-4 News"জিএমএ নিউজ। ২৫ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  17. Cupin, Bea (৩ জুন ২০১৬)। "No more press briefings for President-elect Duterte"র‍্যাপ্লার। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  18. Cepeda, Mara (জুন ১৭, ২০১৬)। "Japan to give P16M for PTV4 improvement"Rappler। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  19. PTNI, JICA sign agreement on cultural grant aid। পিটিভির ইউটিউব চ্যানেল। ১১ জুলাই ২০১৭। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  20. কোরালেস, নেস্টর (৮ জুলাই ২০১৬)। "PTV execs appointed by Aquino resign"ফিলিপাইন দৈনিক অনুসন্ধানকারী। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  21. "Dino C. Apolonio officially named as General Manager of the People's Television Network"। পিটিভির ফেসবুক পেজ। ২৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  22. Mr. Dino Apolonio, opisyal nang itinalaga bilang bagong General Manager ng PTV-4। পিটিভির ইউটিউব চ্যানেল। ২৭ নভেম্বর ২০১৬। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  23. মার্তিনেজ, আইস (২০ ডিসেম্বর ২০১৬)। Christmas party at the People's Television Network। পিটিভির ইউটিউব চ্যানেল। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  24. "PCOO E-Brochure" (পিডিএফ)রাষ্ট্রপতি যোগাযোগ কার্যক্রম দপ্তর। ৭ মার্চ ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  25. "PTV and NEC of Japan inks an agreement for the commissioning of new Digital transmitter and Head End System"। পিটিভির ফেসবুক পেজ। ১২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  26. "PTV gears up Digital broadcast infrastructure"। পিটিভির ফেসবুক পেজ। ১২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  27. "Minister for Internal Affairs and Communications of Japan Seiko Noda visits the PTV-4 Studios for the ceremonial Switch on of PTV's Digital Terrestrial Television Broadcast"। পিটিভির ফেসবুক পেজ। ১০ জানুয়ারি ২০১৮। ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল  থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  28. PCOO, kaisa ang Japan sa modernisasyon ng state media। পিটিভির ইউটিউব চ্যানেল। ১০ জানুয়ারি ২০১৮। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  29. রোকামোরা, জয়েস অ্যান (১০ জানুয়ারি ২০১৮)। "PH, Japan tie up for PTV digitalization"ফিলিপাইন সংবাদ এজেন্সি। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  30. PTV-4 Temporary Station ID (April 3-June 27, 2017)। Neil Unknown YouTube Channel। ৩ এপ্রিল ২০১৭। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  31. "PTV Official Station ID (2017)"। পিটিভির ফেসবুক পেজ। ২৮ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  32. "President Rodrigo Duterte launches the inauguration of PTV Cordillera broadcast hub"। পিটিভির ফেসবুক পেজ। ১১ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  33. "Pres. Duterte graces inauguration of PTV Cordillera"ফিলিপাইন তথ্য এজেন্সি। ১১ মার্চ ২০১৭। ১৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  34. Edwin P. Sallan, Concept News Central (১৪ জুলাই ২০১৮)। "New-look PTV goes beyond News and Public Affairs"দ্য ডেইলি ট্রিবিউন। ২ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 
  35. রানাদা, পিয়া (২৫ জুলাই ২০১৬)। "Duterte: State-run media to create Muslim and lumad channels"র‍্যাপ্লার। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা