ফিলিপিনো ভাষা (Filipino ফ়িলিপিনো, তাগালোগ ভাষায় Pilipino পিলিপিনো) তাগালোগ ভাষার সরকারিস্বীকৃত রূপ। ইংরেজির পাশাপাশি এই ভাষাও দাপ্তরিক কার্যক্রমে ব্যবহারের মর্যাদা রাখে।[৩]

ফিলিপিনো
পিলিপিনো, ওয়িকাং ফিলিপিনো
উচ্চারণটেমপ্লেট:IPA-tl
দেশোদ্ভবফিলিপাইন
মাতৃভাষী
(দেখুন তাগালোগ)
দ্বিতীয় ভাষা: ৪৫ মিলিয়ন (২০১৩)[১]
মোট: ৯০ মিলিয়ন
ল্যাটিন (ফিলিপিনো বর্ণমালা)
ফিলিপাইন ব্রেইল
সরকারি অবস্থা
সরকারি ভাষা
 Philippines
নিয়ন্ত্রক সংস্থাকমিস্যন সা ওয়িকাং ফিলিপিনো
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২fil
আইএসও ৬৩৯-৩fil
গ্লোটোলগfili1244[২]
ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ফিলিপিনোভাষী লোকের সংখ্যা। এখানে সেসমস্ত ভাষা দেখানো হয়েছে যেসমস্ত ভাষায় কমপক্ষে ১ মিলিয়ন লোক কথা বলে। যেসমস্ত অঞ্চল কালো হীরক দ্বারা চিহ্নিত সেখানে এসমস্ত ভাষা ব্যবহারকারীগণ ভাষাগত দিক থেকে সংখ্যালঘিষ্ঠ।
যুক্তরাষ্ট্রের যেসমস্ত অঞ্চলে ফিলিপিনো (তালালোগ) ভাষায় কথা বলা হয়। ভাষাটি ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে স্প্যানিশ এবং চীনার পর তৃতীয় বৃহত্তম বিদেশী ভাষা
এই নিবন্ধটিতে আধ্বব ধ্বনিমূলক চিহ্ন রয়েছে। সঠিক পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি ইউনিকোড অক্ষরের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন, বক্স, অথবা অন্যান্য চিহ্ন দেখতে পারেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. এথ্‌নোলগে ফিলিপিনো (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Filipino"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  3. Constitution of the Philippines 1987, Article XIV, Sections 6 and 7

বহিঃসংযোগ সম্পাদনা