পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশী ব্লগার, লেখক ও মানবাধিকার কর্মী

পিনাকী ভট্টাচার্য (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৬৭) একজন বাংলাদেশী ব্লগার। তিনি ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় কিছু সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন।

পিনাকী ভট্টাচার্য
জন্ম (1967-12-15) ১৫ ডিসেম্বর ১৯৬৭ (বয়স ৫৬)
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
পেশাব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক
যুগআধুনিক
পরিচিতির কারণদীর্ঘদিন ধরে চলমান ক্ষমতাশীন সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যার সমালোচনা করে ছিলেন।
আন্দোলন২০১৮-র নিরাপদ সড়ক চাই আন্দোলন
প্রতিদ্বন্দ্বীবাংলাদেশ আওয়ামী লীগ
অপরাধের অভিযোগদুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যার সমালোচনা।
পিতা-মাতা
  • শ্যামল ভট্টাচার্য (পিতা)
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

প্রারম্ভিক জীবন সম্পাদনা

পিনাকী ভট্টাচার্য একজন ব্লগার[১] ও অনলাইন এক্টিভিস্ট এবং চিকিৎসক।[২] তার জন্ম ১৯৬৭ সালে। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন। পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত  একজন বাংলাদেশী ব্লগার এবং সোশ্যাল একটিভিস্ট হিসেবেই অধিক পরিচিত এবং সমাদৃত। বাংলাদেশে "ভারত খেদাও" আন্দোলন এ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর একজন এডজাংক্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভারমেন্টাল টক্সিকোলজি পড়াতেন।[তথ্যসূত্র প্রয়োজন]

রাজনীতি সম্পাদনা

পিনাকী একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর ১৮টি গ্রন্থ তিনি রচনা করেছেন । বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন একটিভিস্ট, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন। ফেসবুকে তার ১০ লক্ষাধিক অনুসারী রয়েছে। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালিখি ও ভিডিও বানিয়ে থাকেন।

বিতর্ক সম্পাদনা

পিনাকী ভট্টাচার্য ফেসবুক, টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান ক্ষমতাশীন সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচারবহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন। তাঁর পোস্ট এবং টুইটগুলি প্রায়শই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে। অতি সাম্প্রতি তিনি অনলাইনে প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন একাধিকবার।[তথ্যসূত্র প্রয়োজন]

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকাবস্থায় শিক্ষার্থীদের নায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিক ভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহিদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।[৩] ঠিক সেই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকীকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তারা কিছু বলেননি। নজির রয়েছে, সামরিক গোয়েন্দা কর্মকর্তারাবিরুদ্ধমত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠায়, তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের  অনেককে আর খুঁজে পাওয়া যায়নি।[৪][৫][৬][৭]

পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকী। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকীর বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। এমনকি তারা তাঁর বাসস্থানকে চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যে রাখেন।[৮]

আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এসময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকী এবং ২০১৯-এর জানুয়ারীতে ব্যাংকক পৌঁছান। এর দু’মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন । প্যারিসের সর্বোর্ণ ইউনিভার্সিটি তে এখন উচ্চতর পড়াশোনা করছেন তিনি।[৯][১০]

কর্ম সম্পাদনা

  • মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ’৭১[১১]
  • স্বাধীনতা উত্তর বাংলাদেশ[১২]
  • রবি বাবুর ডাক্তারি
  • মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
  • ধর্ম ও নাস্তিকতা বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপর্ব
  • সোনার বাঙলার রূপালী কথা
  • নানারঙের রবীন্দ্রনাথ
  • চীন কাটুম
  • ডিসকোর্স অন মেথড: জ্ঞানের পদ্ধতি বিষয়ে পর্যালোচনা
  • মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ: সাফল্যর তত্ত্ব তালাশ
  • মন ভ্রমরের কাজল পাখায়
  • বালাই ষাট
  • ওয়েদার মেকার
  • ভারতীয় দর্শনের মজার পাঠ
  • মুক্তিযুদ্ধ, ধর্ম, রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ
  • রবীন্দ্রনাথ: অন্য আলোয় ঈশ্বর আত্মা কারণ
  • ইতিহাসের ধুলোকালি
  • এনলাইটেনমেন্ট থেকে পোস্টমডার্নিজম চিন্তার অভিযাত্রা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "প্রবাসী লেখক ও ব্লগারদের করা সমালোচনাকে কেন হুমকি হিসাবে দেখে বাংলাদেশের সরকার?"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  2. "পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তির দাবি"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "ফেসবুক এ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের পাঁচ দিন ধরে খোঁজ নেই"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "Pinaki Bhattacharya missing, says father"দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "গুমের ভয়ে নিখোঁজ পিনাকী ভট্টাচার্য!"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  7. "পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে প্যারিসে মামলা"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "বাংলাদেশে ভিন্নমত দমনে প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ প্রয়োগের অভিযোগ"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  9. "Bangladesh Police Accused of Harassment With Fake Cases"VoaNews .com (ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  10. "Pinaki Bhattacharya, 2 others sued under DSA"The Business Standard (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  11. "Documente Bangladesher"। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 
  12. "SWADHINATA UTTAR BANGLADESH"। Google Books। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা