পিথেকপস ফুলজেনস

কীটপতঙ্গের প্রজাতি

ব্লু কোয়েকার(বৈজ্ঞানিক নাম:Pithecops fulgens(Doherty) এক প্রজাতির ছোট আকারের সাদা রঙের লেজহীন প্রজাপতি, যাদের বিশেষত্ব হল ডানায় বিচ্ছিন্ন কালো রঙের ফুটকি। এরা 'লাইসিনিডি' গোত্রের এবং 'পলিয়োম্যাটিনি' উপগোত্রের সদস্য। এই প্রজাতি ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন (Wild Life Protection Act, 1972) অনুসারে তফ্‌সিল ২ এর তালিকার অন্তর্ভুক্ত।[১]

ব্লু কোয়েকার
Blue Quaker
ডানা বন্ধ অবস্থায়
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Lycaenidae
গণ: Pithecops
প্রজাতি: P. fulgens

উপপ্রজাতি সম্পাদনা

ভারতে প্রাপ্ত ব্লু কোয়েকার উপপ্রজাতি হল-

  • Pithecops fulgens fulgens Doherty, 1889 – Assam Blue Quaker

বিস্তার সম্পাদনা

এই প্রজাতি উত্তর-পূর্ব ভারত এর আসাম[২] অরুণাচল প্রদেশ এবং মণিপুর এর বিভিন্ন অঞ্চলে দেখা যায়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pithecops fulgens Doherty, 1889  - Blue Quaker"Butterflies of India। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২৩ 
  2. R.K., Varshney; Smetacek, Peter (২০১৫)। A Synoptic Catalogue of the Butterflies of India। New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi। পৃষ্ঠা ১৩৬। আইএসবিএন 978-81-929826-4-9ডিওআই:10.13140/RG.2.1.3966.2164