পিতা ঈশ্বর
পিতা ঈশ্বর হল বিভিন্ন ধর্মে, বিশেষত খ্রিস্টধর্মে, ঈশ্বরকে সম্বোধনসূচক একটি উপাধি। মূলধারার ত্রিত্ববাদী খ্রিস্টধর্মে, পিতা ঈশ্বরকে ত্রিত্বের প্রথম ব্যক্তি গণ্য করা হয়, এরপর রয়েছেন দ্বিতীয় ব্যক্তি পুত্র ঈশ্বর ও তৃতীয় ব্যক্তি পবিত্র আত্মা ঈশ্বর।[১] দ্বিতীয় শতাব্দী থেকে খ্রীষ্টীয় ধর্মবিশ্বাসে পিতা ঈশ্বরে বিশ্বাস অন্তর্ভুক্ত হয়, প্রধানত পিতা ও মহাবিশ্বের স্রষ্টা হিসেবে তাঁর ক্ষমতার জন্য।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Gilles Emery (২০১১)। The Trinity: An Introduction to Catholic Doctrine on the Triune God। Catholic University of America Press। আইএসবিএন 978-0-8132-1864-9।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;kelly
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি