ডঃ পিঁয়েরে ক্লাকিন (English: Pierre Claquin জন্মঃ ১৯৪৭) একজন ফরাসী জনস্বাস্থ্য ও মহামারী প্রতিরোধ বিশেষজ্ঞ এবং শিক্ষক, যিনি প্রাথমিক স্বাস্থ্য সেবা, টিকাদান এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচীতে অসামান্য অবদান রেখে যাচ্ছেন। তিনি বাংলাদেশ ও বিশ্বের প্রায় চল্লিশটি দেশে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অধীনে চিকিৎসা বিদ্যা ও স্বাস্থ্য সেবার সাথে জড়িত ছিলেন। তিনি ভারত ও বাংলাদেশে এইডস্‌ রোগের বিস্তার রোধে কাজ করেছেন। এছাড়া পিঁয়েরে ক্লাকিন একজন চিত্রগ্রাহক[২] যিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালণ কালে নানাবিধ সমস্যা বা জীবন ধারা নিয়ে আলোক চিত্র ধারণ করে চিত্র প্রদর্শনীতে তুলে ধরেন।[৩] তার এসব ধারণ করা ছবি নিয়ে তিনি একটি বই রচনা করেন।[৪]

পিঁয়েরে ক্লাকিন
জন্ম১৯৪৭[১]
শিক্ষাপ্যারিস মেডিক্যাল স্কুল
মেডিকেল কর্মজীবন
পেশাজনস্বাস্থ্য বিশেষজ্ঞ

শিক্ষা ও প্রাথমিক জীবন সম্পাদনা

কর্ম জীবন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "introduction"vents d'est। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "Book launch" (Culture)। thedailystar। Tue. May 11, 2004। আগস্ট ৮, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 20 ফেব্রুয়ারি 2016  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "আমি বাংলায় কথা কই"। kalerkantho। ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০০। সংগ্রহের তারিখ 20 ফেব্রুয়ারি 2016  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. Book launch

বহিঃসংযোগ সম্পাদনা