পালাউ ফুটবল অ্যাসোসিয়েশন

পালাউ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Palau Football Association; এছাড়াও সংক্ষেপে পিএফএ নামে পরিচিত) হচ্ছে পালাউয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর পালাউয়ের কররে অবস্থিত।

পালাউ ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত২৮ মে ২০০২; ২২ বছর আগে (2002-05-28)
সদর দপ্তরকরর, পালাউ
ফিফা অধিভুক্তিনেই
সভাপতিপালাউ ডেস্টিন পেনল্যান্ড
ওয়েবসাইটwww.sportingpulse.com

এই সংস্থাটি পালাউয়ের পুরুষ, নারী দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে পালাউ ফুটবল লীগ এবং পালাউ যুব ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে পালাউ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ডেস্টিন পেনল্যান্ড[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশন"sportstg.com। ২১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:পালাউয়ে ফুটবল টেমপ্লেট:পালাউ ফুটবল অ্যাসোসিয়েশন