পার্বতীপুর সরকারি কলেজ

পার্বতীপুর সরকারি কলেজ (ইংরেজি: Parbatipur Government College) (পূর্বনাম: পার্বতীপুর ডিগ্রি কলেজ) হচ্ছে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সদরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।

পার্বতীপুর সরকারি কলেজ
পার্বতীপুর সরকারি কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৪
অধ্যক্ষমো. গোলাম রসুল
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহর
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ক্রীড়াক্রিকেট, ফুটবল,
ওয়েবসাইটparbatipurgovtcollege.edu.bd
মানচিত্র

প্রতিষ্ঠার ইতিহাস সম্পাদনা

পার্বতীপুর ডিগ্রি কলেজ শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের মহতী উদ্যাগে ১৯৭২ সালে প্রতিষ্ঠা লাভ করে।

একাডেমিক কোর্স চালুর ইতিহাস সম্পাদনা

বর্ণনা সম্পাদনা

 
কলেজের দুটি ভবন।

কলেজটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এলাকায় অবস্থিত। কলেজে সকল ধর্মের বালক বালিকাদের অধ্যয়নের সুয়োগ রয়েছে। কলেজটি চারটি ভবন নিয়ে গঠিত। কলেজের সামনে রয়েছে একটি প্রশস্ত খেলার মাঠ। বর্তমানে কলেজটিতে বিজ্ঞান ও মানবিক বিভাগ চালু আছে।

শিক্ষক-শিক্ষার্থী সম্পাদনা

একাডেমিক কোর্স সম্পাদনা

স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা