পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়

রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের একটি সরকারি কলেজ ।

পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের একটি সরকারি কলেজ[১][২]

পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়
পশ্চিম দিক থেকে পুবদিকে কলেজের মুল গেট
ধরনকলেজ
স্থাপিত১ এপ্রিল ১৯৯২; ৩২ বছর আগে (1992-04-01)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
অধ্যক্ষএকরামুল হক
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
শিক্ষক ৩৭জন, কর্মচারী ১৫ জন
শিক্ষার্থী১০০০+ জন
ঠিকানা
পায়রাবন্দ, মিঠাপুকুর উপজেলা
, ,
ইআইআইএন১২৭৬৬৬, কলেজ কোড-৩২২৭
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি
ওয়েবসাইটhttp://www.pbrscollege.edu.bd

ইতিহাস সম্পাদনা

১ এপ্রিল ১৯৯২ সালে কলেজটি বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিগণ প্রষ্ঠিা করেন। ৭ জানুয়ারী ১৯৯২ সালে ডিগ্রী খোলার অনুমতি পায়। ২০১৬ সালে কলেজটি সরকারি হয়।[২]

পোশাক সম্পাদনা

ছাত্রদের সাদা শার্ট ও কালো প্যান্ট এবং মেয়েদের সব ড্রেস সাদা।

সাংস্কৃতিক কর্মকান্ড সম্পাদনা

কলেজের অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে গান, কবিতা আবৃতি, রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল সম্পাদনা

সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায় প্রতিবছর কলেজটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২১ সালে এইচএসসিতে ৯৫.৯৫% পাশ করে। ডিগ্রী পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখে।[২]

ভবনের বিবরণ সম্পাদনা

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-২টি।
  3. মসজিদ ১টি

অন্যান্য সম্পাদনা

  1. বিজ্ঞানাগার-১টি
  2. কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি
  4. শিক্ষক কন্ফারেন্স রুম ১টি।

গ্যালারী সম্পাদনা

 
উত্তর পাশে চারতলা প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন
 
পশ্চিম দিকে টিনসেড একাডেমিক ভবন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পায়রাবন্দ ইউনিয়ন"payrabondup.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Pairanand Begum Rokeya Smrity Degree College - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২০