বাংলাদেশের রাজধানী ঢাকার কাওরান বাজার এলাকার পূর্ব-পশ্চিমে অবস্থিত পান্থপথ খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক।[][][][][][] এটি টঙ্গী ডাইভারশন রোড, ময়মনসিংহ রোড (এখন ওল্ড এয়ারপোর্ট রোড) এবং মিরপুর রোড কে সংযুক্ত করেছে। এখানেই দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম শপিংমল বসুন্ধরা সিটি অবস্থিত। এছাড়াও রয়েছে স্কয়ার হাসপাতাল, সামরিতা হাসপাতাল, ইউনিক ট্রেইড সেন্টার ইত্যাদি। গ্রীন রোড এই রাস্তার মাঝামাঝি উত্তর থেকে দক্ষিণ দিকে ছেদ করে গেছে। ১৯৮৪ সালের শেষের দিকে এই পূর্ব-পশ্চিমের রাস্তাটি নির্মিত হয়। রাস্তাটির নির্মাণ কাজ শেষ হয়েছিল ১৯৮৯ সালে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও এই রাস্তার পূর্ব পাশে অবস্থিত।

ঢাকার পান্থপথে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি
পাখির চোখে পান্থপথ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Escaped buffalo takes a stroll in capital"ঢাকা ট্রিবিউন। ২০১৬-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১ 
  2. "Kutumbari opens outlet at Panthapath"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১ 
  3. "Mosque and state"ঢাকা ট্রিবিউন। ২০১৬-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১ 
  4. "Panthapath out of danger, opens to traffic"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১ 
  5. "Panthapath's Mohona Hospital shut"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১ 
  6. "Moghbazar flyover gets costlier by Tk 446.20cr"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-৩১