পানিয়নিওস ফুটবল ক্লাব
পানিয়নিওস ফুটবল ক্লাব (গ্রিক: ΠΑΕ Πανιώνιος Γ.Σ.Σ., ইংরেজি: Panionios FC;[১] এছাড়াও পানিয়নিওস জিএসএস ফুটবল ক্লাব, পানিয়নিওস এফসি অথবা শুধুমাত্র পানিয়নিওস নামে পরিচিত) হচ্ছে অ্যাথেন্স ভিত্তিক একটি গ্রিক পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে গ্রিসের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুপার লীগ গ্রিসে খেলে। এই ক্লাবটি ১৮৯০ সালের ১৪ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। পানিয়নিওস তাদের সকল হোম ম্যাচ অ্যাথেন্সের নেয়া সমিরনি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১১,৭০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লেওনিদাস ভকোলোস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন খ্রিস্তোস দারাস। গ্রিক মধ্যমাঠের খেলোয়াড় পানাগিয়তিস করবোস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | Πανιώνιος Γυμναστικός Σύλλογος Σμύρνης পানিয়নিওস ইমনাস্তিকোস সিলোগোস সমিরনিস (সমিরনার পান-ইওনীয় জিমনাস্টিক ক্লাব) | |||
---|---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৪ সেপ্টেম্বর ১৮৯০ অরফেওস সমিরনি হিসেবে | |||
মাঠ | নেয়া সমিরনি স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ১১,৭০০ | |||
মালিক | ইওয়ানিস রাফতোপুলোস (৬৭%) | |||
সভাপতি | খ্রিস্তোস দারাস | |||
ম্যানেজার | লেওনিদাস ভকোলোস | |||
লিগ | সুপার লীগ গ্রিস | |||
২০১৮–১৯ | ৬ষ্ঠ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, পানিয়নিওস এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার উভয়েই হচ্ছে গ্রিক কাপ। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, পানিয়নিওসের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৯৮–৯৯ উয়েফা কাপ উইনার্স কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো; যেখানে তারা ইতালীয় ক্লাব এসএস লাৎসিয়োর কাছে দুই লেগে সামগ্রিকভাবে ০–৭ গোলে পরাজিত হয়েছিল।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনাইউরোপীয়
সম্পাদনা- উয়েফা কাপ উইনার্স কাপ
- কোয়ার্টার-ফাইনাল (১): ১৯৯৮–৯৯
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Panionios' history from footballski.fr" (Greek ভাষায়)। sport-fm.gr। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ "Statistics"। Panionios' Official Website। ১৫ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (গ্রিক)
- সুপার লীগ গ্রিসে পানিয়নিওস ফুটবল ক্লাব ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুন ২০১৯ তারিখে (গ্রিক) (ইংরেজি)
- উয়েফা.কমে পানিয়নিওস ফুটবল ক্লাব (ইংরেজি)
- ফিফা.কমে পানিয়নিওস ফুটবল ক্লাব ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)