পাতি হলিহক

মালভেসি পরিবারের উদ্ভিদ

পাতি হলিহক (ইংরেজি: common hollyhock) (বৈজ্ঞানিক নাম: Alcea rosea); মালভেসি পরিবারের আলংকারিক উদ্ভিদ।এ গাছটি খাটো শাখা-প্রশাখাবিশিষ্ট এবং এদের পাতা বড় ও লোমশ। হলিহক ফুলের সাদা, গোলাপী, মেজেন্টা ইত্যাদি জাত আছে। ডাবল ফুলের জাতও আছে। শীতের শেষে নতুন চারা গজায় বা লাগানো হয়, বসন্তে ফুল ফোটে।

পাতি হলিহক
Alcea rosea
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Rosids
বর্গ: Malvales
পরিবার: মালভেসি
গণ: Alcea
প্রজাতি: A. rosea
দ্বিপদী নাম
Alcea rosea
L.
প্রতিশব্দ
  • Althaea chinensis Wall.
  • Althaea ficifolia Cav.
  • Althaea rosea Cav.)

এটিকে দক্ষিণ চীন থেকে ইউরোপে ১৫ শতক বা তার পূর্বে আমদানি করা হয়।[১]

ঔষধি গুন সম্পাদনা

পাতি হলিহক হারবাল ঔষধ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে।

  • হলিহকের পাতার প্রলেপ ব্যথা উপশমকারী হিসাবে এবং
  • পাতার রস পেটের কোষ্ঠ্যকানিষ্ঠ দুর করতে ব্যবহৃত হয়ে থাকে।[২]

চিত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Flora of China 12: 267–268. 2007" (পিডিএফ)Harvard University। সংগ্রহের তারিখ ২০১১-০৭-২১ 
  2. Howard, Michael. Traditional Folk Remedies (Century, 1987) p.155
টীকা

বহিঃসংযোগ সম্পাদনা