মালভেসি

উদ্ভিদের পরিবার

মালভেসি সপুষ্পক উদ্ভিদের একটি পরিবার যাতে প্রায় ২৪৪টি গণ এবং ৪২২৫+ প্রজাতি রয়েছে।[] এই পরিবারের সুপরিচিত সদস্য ঢেঁড়শ, তুলা, এবং কোকো। প্রজাতির সংখ্যার দিক থেকে বৃহত্তম গণ হচ্ছে হিবিস্কাস (৩০০ প্রজাতি), Sterculia (২৫০ প্রজাতি), Dombeya (২৫০ প্রজাতি), Pavonia (২০০ প্রজাতি), and Sida (২০০ প্রজাতি).[]

মালভেসি
Malva parviflora
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
শ্রেণীবিহীন: সপুষ্পক উদ্ভিদ
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Rosids
বর্গ: Malvales
পরিবার: Malvaceae
Juss.[]
উপপরিবার

Bombacoideae
Brownlowioideae
Byttnerioideae
Dombeyoideae
Grewioideae
Helicteroideae
Malvoideae
Sterculioideae
Tilioideae

শ্রেণিবিন্যাস

সম্পাদনা

এই গোত্রের শ্রেণিবিন্যাস অত্যন্ত জটিল ও প্রশ্নবিদ্ধ। এখানে Angiosperm Phylogeny Website থেকে প্রকাশিত মালভেসি গোত্রের বিস্তৃতি দেখানো হল।[]

Byttnerioideae: ২৬টি গণ, ৬৫০টি প্রজাতি, প্যান্ট্রপিকাল, বিশেষত দক্ষিণ আমেরিকা

Grewioideae: ২৫টি গণ, ৭৭০টি প্রজাতি, প্যানট্রপিকাল

Sterculioideae: ১২টি গণ, ৪৩০টি প্রজাতি, প্যানট্রপিকাল

Tilioideae: ৩টি গণ, ৫০ টি প্রজাতি, উত্তরীয় নাতিশীতোষ্ণ অঞ্চল এবং মধ্য আমেরিকা

Dombeyoideae: প্রায় ২০টি গণ, প্রায় ৩৮০টি প্রজাতি, প্যালিয়ট্রপিকাল, বিশেষত মাদাগাস্কার এবং Mascarenes

Brownlowioideae: ৮টি গণ, প্রায় ৭০টি প্রজাতি, বিশেষত প্যালিয়ট্রপিকাল

Helicteroideae: ৮-১২টি গণ, ১০-৯০টি প্রজাতি, ট্রপিকাল, বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়া

Malvoideae: ৭৮টি গণ, ১,৬৭০টি প্রজাতি, নাতিশীতোষ্ণ থেকে ট্রপিকাল

Bombacoideae: ১২টি গণ, ১২০টি প্রজাতি, ট্রপিকাল, বিশেষত আফ্রিকা এবং আমেরিকা

সাধারণ বৈশিষ্ট্য

সম্পাদনা

স্বরুপ

সম্পাদনা

বীরুৎ,গুল্ম বা বৃক্ষ জাতীয়। রোমযুক্ত এবং মিউসিলেজপূর্ণ বা পিচ্ছিল রসযুক্ত।

 
Pavonia odorata
 
Alcea rosea

প্রধান মূলতন্ত্র বিদ্যমান।

প্রায়ই কাষ্ঠল, তন্তুযুক্ত ও তারকাকার বা বেলনাকার। বেশ শাখান্বিত।

 
Stellate hairs on the underside of a dried leaf of Malva alcea

সরল পত্র। একান্তর পাতা, মুক্তপার্শ্বীয় উপপত্র যুক্ত। জালিকা শিরাবিন্যাস বিদ্যমান। পাতার কিনারা অখণ্ড বা খণ্ডিত। পাতা সবৃন্তক ও ডিম্বাকার।

একক, বৃহৎ, অক্ষীয় বা শীর্ষ, সম্পূর্ণ, উভলিঙ্গ, গর্ভপাদ পুষ্প। সাধারণত একক ফুল। ফুল একলৈঙ্গিক ও হতে পারে এবং ফুলে ব্র্যাক্ট ও থাকতে পারে। বেশিরভাগ সময়ে ফুল তারকাকার বা রেডিয়াল হয়ে থাকে।

উপবৃত্যংশ ৩-১০ টি, মুক্ত অথবা যুক্ত। ( Sida এবং Abutilon গণে উপবৃতি নেই।

পাপড়ি ৫টি, মুক্ত, পুংকেশরীও নলের সাথে গোঁড়ায় যুক্ত, এস্টিভেসন বা পুষ্পপত্রবিন্যাস হল টুইস্টেড(পাকানো)।

পুংকেশর অসংখ্য, একগুচ্ছ, পুংকেশরীয় দণ্ডগুলো যুক্ত হয়ে ফাঁপা পুংকেশরীও নালিকা সৃষ্টি করে। পরাগধানী বৃক্কাকার, এক প্রকোষ্ঠবিশিষ্ট পরাগরেণু বড় ও কণ্টকিত।

সাধারণ গর্ভপত্র ৫-১০ টি, অধিগর্ভ গর্ভাশয়, ১ - বহু প্রকোষ্ঠবিশিষ্ট, সাধারণত ৫ প্রকোষ্ঠ বিশিষ্ট; ডিম্বক এর সংখ্যা প্রতি প্রকোষ্ঠে ১টি হতে বহু।

অক্ষীয় অমরাবিন্যাস।

 
একটি ডুরিয়ান ফল

সাধারণত ক্যাপসিউল, কখনো বেরি অথবা সাইজোকার্প[][]

স্ব-পরাগায়ন হয় না। এই পরিবারের সদস্যরা পতঙ্গপরাগী

অর্থনৈতিক গুরুত্ব

সম্পাদনা

ঢেঁড়শ(Abelmoschus esculentus) সবজি হিসেবে ব্যবহার করা হয়। জবা(Hibiscus rosa-sinensis) নামক ফুল গাছ বাগানে লাগানো হয়। জবা ফুল রক্ত আমাশয় রোগের জন্য ভালো একটি ওষুধ। জবার কলি সকালে কিছুদিন খেলে শারীরিক দূর্বলতা কমে যায়। কার্পাস(Gossypium herbaceum) এর বীজের ত্বক থেকে কার্পাস তুলা পাওয়া যায়। বীজ থেকে ভোজ্য তেল ও পাওয়া যায়। কেনাফ(Hibiscus cannabinus) এর বাকল থেকে পাটজাতীয় শক্ত আঁশ পাওয়া যায়। মেস্তাপাট(Hibiscus sabdariffa var. altissima) হতে চট, দড়ি পাওয়া যায়। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Angiosperm Phylogeny Group (২০০৯)। "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III" (PDF)Botanical Journal of the Linnean Society161 (2): 105–121। ডিওআই:10.1111/j.1095-8339.2009.00996.x। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৬ 
  2. "Angiosperm Phylogeny Website"। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪ 
  3. Judd, W. S., C. S. Campbell, E. A. Kellogg, P. F. Stevens and M. J. Donoghue (২০০৮)। Plant Systematics: A Phylogenetic Approach (third সংস্করণ)। আইএসবিএন 0878934073 
  4. জীববিজ্ঞান প্রথম পত্র- গাযী আজমল, সফিউর রাহমান
  5. জীববিজ্ঞান প্রথম পত্র- ড. মোহাম্মদ আবুল হাসান। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র- আশরাফ, রফিকুল, গোকুল, হাফেজা, নাদীরা।
  6. জীববিজ্ঞান প্রথম পত্র- এনায়েত হোসেন,গাযী আজমল, সফিউর রাহমান,তরিকুল ইসলাম।

বহিঃসংযোগ

সম্পাদনা