পাগোহ

মালয়েশিয়ার জোহরের মুয়ার জেলার একটি শহর

পাগোহ হলো মালয়েশিয়ার জোহোরের মুয়ার জেলার একটি শহরতলি। পেনিনসুলার মালয়েশিয়ার পশ্চিম উপকূলের প্রধান রাজপথ উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান বিনিময় সড়কের মাধ্যমে পাগোহতে যাতায়াত করা যায়। ইনস্টিটিউট কেমাহিরান বেলিয়া নেগারা (আইকেবিএন) এবং মালয়েশিয়ান আন্তর্জাতিক সার্ভিস নাসুহা ক্যাম্পসহ এই শহরে বেশ কয়েকটি ফেডারেল সরকারী প্রতিষ্ঠান রয়েছে।[১]

পাগোহ
উপশহর
অন্যান্য প্রতিলিপি
 • চীনা巴莪
পাগোহ (২০২১)
পাগোহ (২০২১)
মানচিত্র
Country মালয়েশিয়া
Stateজোহোর
Districtমুয়ার জেলা

শিক্ষা সম্পাদনা

পাগোহের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। যার একটি উদাহরণ হলো: এসজেকেসি (আন্তর্জাতিক মানের চীনা স্কুল) সুন মং যার বয়স প্রায় ৫০ বছর। পাগোহের একটি মাধ্যমিক বিদ্যালয় হলো এসএমকে সুলতান আলাউদ্দিন রিয়াত শাহ (এসএআরএস১), মালাক্কার সুলতানের নামানুসারে নামকরণ করা হয়, যিনি পাগোহতে মারা যান।

পাগোহ এডুকেশনাল হাব (এডুহাব পাগোহ), মালয়েশিয়ার সর্ববৃহৎ সর্বজনীন উচ্চশিক্ষা কেন্দ্র এলাকা। যেখানে মুয়ারের একটি নতুন সুপরিকল্পিত শিক্ষার শহর বন্দর বিশ্ববিদ্যালয় পাগোহ নির্মাণ করা হচ্ছে।[২] ২০১১ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি এর প্রথম ধাপটি চালু করা হয়।[৩]

পর্যটক আকর্ষণসমূহ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The rise of Pagoh"nst.com.my। ১৬ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৮ 
  2. Khairul Ashraf Kammed (১৬ নভেম্বর ২০১৭)। "The rise of Pagoh"। New Straits Times। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯ 
  3. Muhyiddin launches phase one of Pagoh education hub ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ ডিসেম্বর ২০১১ তারিখে