ফ্রান্সিস্কা রাকেল নাভাস গার্দেলা (১৮৮৩-১৯৭১) ছিলেন একজন হন্ডুরান সাংবাদিক, লেখিকা এবং নারীবাদী। তিনি হন্ডুরাসে প্রথম নারীবাদী জার্নাল প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রথম সাফ্রেজেট সংস্থার সদস্য ছিলেন। উদারতাবাদী হওয়ার কারণে তিনি এবং তাঁর স্বামীর জীবনের বেশিরভাগ সময় নির্বাসনে কেটেছিল। ১৯৪৫ থেকে ১৯৫১ সাল পর্যন্ত গুয়াতেমালায় নির্বাসনের সময়কাল ছিল তাঁর সবচেয়ে সৃজনশীল লেখাগুলোর সময়কাল। তিনি পাকা নাভাস নামেই সমধিক খ্যাত ছিলেন।

পাকা নাভাস
জন্ম
ফ্রান্সিস্কা রাকেল নাভাস গার্দেলা

(১৮৮৩-০৩-২৩)২৩ মার্চ ১৮৮৩
হুতিকাল্পা, ওলাঞ্চো, হন্ডুরাস
মৃত্যু১১ জুলাই ১৯৭১(1971-07-11) (বয়স ৮৮)
সিয়াটল, কিং কাউন্টি, ওয়াশিংটন
জাতীয়তাহন্ডুরান
অন্যান্য নামপাকা নাভাস দে মিরালদা
পেশাসাংবাদিক এবং লেখিকা
কর্মজীবন১৯৩৫-১৯৬০
পরিচিতির কারণহন্ডুরান নারীবাদী লেখিকা
উল্লেখযোগ্য কর্ম
রিতমোস ক্রিওলোস (১৯৪৭), বারো (১৯৫১)
দাম্পত্য সঙ্গীআদল্ফো মিরালদা

জীবনী সম্পাদনা

ফ্রান্সিস্কা রাকেল নাভাস গার্দেলা ১৮৮৩ সালের ২৩শে মার্চ হন্ডুরাসের ওলাঞ্চোর হুতিকাল্পায় হোসে মারিয়া নাভাস এবং ফ্রান্সিস্কা গার্দেলা দি নাভাস দম্পতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। [১] ১৯০০ সালে তিনি অ্যাটর্নি, বুদ্ধিজীবী ও সাংবাদিক আদল্ফো মিরালদাকে বিয়ে করেছিলেন।[২][৩] তাঁর স্বামী রাজনীতিতে জড়িত ছিলেন এবং নিজের লেখার মাধ্যমে বিরোধী উদারতাবাদীদের জোরালো সমর্থন করেতেন। ফলে তিনি ও তাঁর পরিবার সরকার কর্তৃক নির্যাতনের শিকার হয়েছিলেন।

নাভাসের বন্ধু এবং সহচর লেখক রামন আমায়া আমাদোর তাঁকে লা সিবাতে আশ্রয় নিতে এবং কোস্টা নর্টি পত্রিকা প্রকাশের প্রস্তাব করেছিলেন।

১৯৭১ সালের ১১ জুলাই ওয়াশিংটনের সিয়াটলে নিজের মেয়ের সাথে দেখা করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Thais, Eva (১৯৯৯)। Personalidades valores femeninos de Honduras : (ensayos biográficos) ; 1970–1975 (Spanish ভাষায়) (1 সংস্করণ)। Alin Ed.। পৃষ্ঠা 133। আইএসবিএন 978-99926-20-14-4 
  2. Mayorga Alonzo, Wilfredo (২০১৫)। Honremos nuestra Honduras (Spanish ভাষায়)। Palibrio। পৃষ্ঠা 29–30। আইএসবিএন 978-1-5065-0280-9 
  3. González, José (ডিসেম্বর ১৩, ২০১১)। "Paca Navas de Miralda"José González Paredes (Spanish ভাষায়)। সংগ্রহের তারিখ জুলাই ৭, ২০১৫