পাইপার লরি

মার্কিন অভিনেত্রী

পাইপার লরি (ইংরেজি: Piper Laurie; জন্ম: রোসেটা জ্যাকবস, ২২ জানুয়ারি ১৯৩২)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি দ্য হাসলার (১৯৬১), ক্যারি (১৯৭৬), ও চিলড্রেন অব আ লেসার গড (১৯৮৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ, এই তিনটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি তিনটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। এছাড়া তিনি দ্য হাসলার ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ বিদেশি অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার এবং ক্যারি ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।

পাইপার লরি
Piper Laurie
Piper Laurie 1990.jpg
১৯৯০ সালে এমি পুরস্কার অনুষ্ঠানে লরি
জন্ম(১৯৩২-০১-২২)২২ জানুয়ারি ১৯৩২
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৫০-বর্তমান
দাম্পত্য সঙ্গীজো মর্গেনস্টার্ন
(বি. ১৯৬২; বিচ্ছেদ. ১৯৮২)
সন্তান

টেলিভিশনের পর্দায় তিনি ডেজ অব ওয়াইন অ্যান্ড রোজেস নাটকে কির্স্টেন আর্নেসেন এবং টুইন পিকস ধারাবাহিকে ক্যাথরিন মার্টেল চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। টেলিভিশনে অভিনয়ের জন্য তিনি আটটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং ১৯৮৭ সালে প্রমিজ মিনি ধারাবাহিকে অভিনয় করে একটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেছেন। এছাড়া তিনি তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ১৯৯১ সালে তিনি টুইন পিকস ধারাবাহিকে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Piper Laurie Biography (1932-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগসম্পাদনা