পাংশা মহিলা ডিগ্রি কলেজ (ইংরেজি: Pangsha Womens Degree College) বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। পাংশা উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় ১ একর জমির উপর কলেজটি অবস্থিত। ১৯৯৬ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।

পাংশা মহিলা কলেজ
Pangsha Mohila College
ধরনবেসরকারি কলেজ
স্থাপিত১৯৯৬
অধ্যক্ষএ.বি.এম. ওহেদুজ্জামান
শিক্ষার্থী২০০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহর
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
ক্রীড়াক্রিকেট,

প্রতিষ্ঠার ইতিহাস সম্পাদনা

কলেজটি স্থানীয় নারী শিক্ষার উন্নয়নের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিগনের উদ্যাগে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করা হয়। কলেজটি দুই দশক ধরে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

একাডেমিক কোর্স চালুর ইতিহাস সম্পাদনা

ক্যাম্পাস সম্পাদনা

কলেজ ১টি পুরাতন ভবন, ১টি দোতলা নতুন ভবন ও ১টি নির্মিতব্য তিনতলা ভবন নিয়ে গঠিত। ছাত্রীদের কোলাহলে প্রায় ১ একর বিশিষ্ট ক্যাম্পাসটিকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত।

শিক্ষক-শিক্ষার্থী সম্পাদনা

একাডেমিক কোর্স সম্পাদনা

স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা