পশ্চিম সিংভূম জেলা

ঝাড়খণ্ডের একটি জেলা

পশ্চিম সিংভূম জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি৷ ২রা মাঘ ১৩৯৬ বঙ্গাব্দে (১৬ই জানুয়ারি ১৯৯০ খ্রিস্টাব্দে) পুর্বতন সিংভূম জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম সিংভূম জেলা গঠন করা হয়৷ ১৬ই বৈশাখ ১৪০৮ বঙ্গাব্দে(৩০ এপ্রিল ২০০১ খ্রিস্টাব্দ) আবার পশ্চিম সিংভূম জেলা খন্ডিত করে নতুন পশ্চিম সিংভূম জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের দক্ষিণ-পূর্ব(অগ্নিকোণে) অবস্থিত কোলহান বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর চাইবাসা শহরে অবস্থিত এবং চাইবাসা সদর মহকুমা, পোড়াহাট চক্রধরপুর মহকুমাজগন্নাথপুর মহকুমা নিয়ে গঠিত৷

পশ্চিম সিংভূম জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে পশ্চিম সিংভূমের অবস্থান
ঝাড়খণ্ডে পশ্চিম সিংভূমের অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগকোলহান বিভাগ
সদরদপ্তরচাইবাসা
তহশিল১৮
সরকার
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট৭,২২৪ বর্গকিমি (২,৭৮৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৫,০২,৩৩৮
 • জনঘনত্ব২১০/বর্গকিমি (৫৪০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৫৮.৬৩ শতাংশ
 • লিঙ্গানুপাত১০০৫
গড় বার্ষিক বৃষ্টিপাত১৪২২ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

নামকরণ

সম্পাদনা

সিংভূম নামটি নিয়ে দুই ধরনের জনশ্রুতি আছে৷ কারো কারো মতে, পোড়াহাটের রাজপরিবারের পদবী 'সিং' এবং তাদের শাসিত ভূমি থেকে 'ভূম' শব্দটি একত্রিত করে সিংভূম জেলার নামকরণ করা হয়৷ আবার কারো মতে জেলাটির আদিনিবাসীদের অভিভাবক সিং বোঙ্গা, তার নাম থেকেই এই জেলাটির নাম৷[] পরবর্তীকালে সিংভূম জেলা ভেঙে পশ্চিম সিংভূম জেলা তৈরী করা হয়৷

ইতিহাস

সম্পাদনা

ঐতিহাসিক আন্দোলন

সম্পাদনা

ভূপ্রকৃৃতি

সম্পাদনা

অর্থনীতি

সম্পাদনা

অবস্থান

সম্পাদনা

জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের খুঁটি জেলাঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লা খরসোয়া জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেল্লা খরসোয়া জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের ময়ুরভঞ্জ জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের ময়ুরভঞ্জ জেলাজেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের কেন্দুঝর জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলাজেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের সিমডেগা জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের খুঁটি জেলা[]

জেলাটির আয়তন ৭২২৪ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৯.০৬%৷

পশ্চিম সিংভূম জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী পশ্চিম সিংভূম জেলার ভাষাসমূহ[]

  হো ভাষা (৫৪.৩৭%)
  ওড়িয়া (১৮.৭৪%)
  হিন্দী (৫.২২%)
  সাঁওতালি (৩.৩৫%)
  নাগপুরি-সাদরি (২.৫৩%)
  উর্দু (১.৯৭%)
  বাংলা (১.৮০%)
  কুরুখ/ওরাওঁ (১.১৫%)
  অন্যান্য (১.৭০%)

জনসংখ্যা

সম্পাদনা

মোট জনসংখ্যা ১২৩৩৯৪৫(২০০১ জনগণনা) ও ১৫০২৩৩৮(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ৮ম৷ ঝাড়খণ্ড রাজ্যের ৪.৫৫% লোক পশ্চিম সিংভূম জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৭২ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২০৮ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২১.৭৫% , যা ১৯৯১-২০১১ সালের ১৩.৪৮% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ১০০৫(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৮৩৷[]

পরিবহন ও যোগাযোগ

সম্পাদনা

পর্যটন ও দর্শনীয় স্থান

সম্পাদনা

ঐতিহ্য ও সংস্কৃতি

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

জেলাটির স্বাক্ষরতা হার ৪৬.৮২%(২০০১) তথা ৫৮.৬৩%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৬১.৬৯%(২০০১) তথা ৭১.১৩%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৩১.৮৮%(২০০১) তথা ৪৬.২৫% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৭.৪১%৷[]

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

সীমান্ত

সম্পাদনা

বিশিষ্ট ব্যক্তিবর্গ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা