পশ্চিম জিন্নাগড় নুরীয়া আলিম মাদ্রাসা

পশ্চিম জিন্নাগড় নুরীয়া আলিম মাদ্রাসা দক্ষিণ ভোলা এর চরফ্যাশন উপজেলা এর পৌরসভা ৫নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ।[]

পশ্চিম জিন্নাগড় নুরীয়া আলিম মাদ্রাসা
অবস্থান
ভোলা জেলার সর্ব দক্ষিণে চরফ্যাশন উপজেলা, পৌরসভা ৫নং ওয়ার্ড।

চরফ্যাশন।
,
ভোলা
৮৩৪০

তথ্য
ধরনএমপিওভুক্ত
ধর্মীয় অন্তর্ভুক্তিইসলাম
প্রতিষ্ঠাকাল১৯৮৩ খ্রিস্টাব্দ
বিদ্যালয় জেলাভোলা
ইআইআইএন১০১৩৭৯ []
সভাপতিআব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব
অধ্যক্ষমাওলানা সিদ্দিকুর রহমান []
কর্মকর্তা৪ জন []
অনুষদ২ টি
শিক্ষকমণ্ডলী২০ জন []
শিক্ষার্থী সংখ্যা৬০০ প্রায়
ভাষাবাংলা
শিক্ষায়তন১ একর প্রায়
ক্রীড়াফুটবল, ক্রিকেট
সংবাদপত্রস্বরনিকা (প্রকাশিত ২০১৪)
অন্তর্ভুক্তিজমিয়াতুল মোদারেসিন
শিক্ষা বোর্ডবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড []
ওয়েবসাইট101379.ebmeb.gov.bd

ইতিহাস

সম্পাদনা

১৯৮৩ সালে পশ্চিম জিন্নাগড়ের মাওলানা সিদ্দিকুর রহমান মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। [] গ্রামের নাম জিন্নাগড় হওয়া অপর দিকে প্রতিষ্টাতার মায়ের নাম নূর ভানু তাই তার মাকে স্বরনীয় রাখতে নামকরণ করেন পশ্চিম জিন্নাগড় নূরিয়া দাখিল মাদ্রাসা। পরবর্তীতে আলিম স্তরে উন্নতির পর পশ্চিম জিন্নাগড় নূরিয়া আলিম মাদ্রাসা করা হয়। []

স্বীকৃতি

সম্পাদনা

মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর ১ জানুয়ারি ১৯৮৪ সালে দাখিল সাধারণ বিভাগ, ১৯৯৮ সালে দাখিল বিজ্ঞান বিভাগ এবং ২০১০ সালর আলিম সাধারণ ও বিজ্ঞান বিভাগ এর স্বীকৃতি দেওয়া হয়। [১০]

স্থাপনা

সম্পাদনা

মাদ্রাসাটিতে দুটি ভবনে ১২ টি ক্লাশ রুম ১টি শিক্ষক মিলনায়েতন ১ টি লাইব্রেরী ও ১ ছাত্রী মিলনায়েতন রয়েছে। [১১]

দাখিল বিজ্ঞান ও সাধারণ। আলিম বিজ্ঞান ও সাধারণ। [১২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অধক্ষ্য" 
  2. "উপ-অধক্ষ্য" 
  3. "কর্মচারী" 
  4. "শিক্ষক" 
  5. "কোড নং" 
  6. "শিক্ষাবোর্ড" 
  7. "অবস্থান" 
  8. "স্বরনিকা" পৃষ্টা নং২
  9. "স্বরনিকা" পৃষ্টা নং৩
  10. "স্বরনিকা" পৃষ্টা নং৫
  11. "স্বরনিকা" পৃষ্টা নং৪
  12. "স্বরনিকা" পৃষ্টা নং5

আরও দেখুন

সম্পাদনা