পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ

ভারতের রাজ্য লোকসেবা আয়োগ

পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ বা পিএসসিডব্লিউবি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সিভিল সার্ভিসে প্রবেশ-স্তরের নিয়োগের জন্য সিভিল সার্ভিস পরীক্ষা পরিচালনা করার জন্য অনুমোদিত রাজ্য সংস্থা।

পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ
আয়োগ রূপরেখা
গঠিত১ এপ্রিল ১৯৩৭; ৮৭ বছর আগে (1937-04-01) বঙ্গ লোকসেবা আয়োগ হিসেবে[১]
যার এখতিয়ারভুক্তপশ্চিমবঙ্গ
সদর দপ্তর১৬১/এ, এস.পি মুখার্জি রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
২২°৩০′৩৯″ উত্তর ৮৮°২০′৪৭″ পূর্ব / ২২.৫১০৭৩৮৮° উত্তর ৮৮.৩৪৬২৫৫৫° পূর্ব / 22.5107388; 88.3462555
কর্মী৪৯৬ (২০১৮-১৯)[২]
বার্ষিক বাজেট ৩৩.৮ কোটি (US$ ৪.১৩ মিলিয়ন) (২০১৯-২০)[৩]
আয়োগ নির্বাহী
মূল বিভাগপশ্চিমবঙ্গ সরকার
মূল আয়োগসংঘ লোক সেবা আয়োগ
ওয়েবসাইটpsc.wb.gov.in

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "About PSC, West Bengal"psc.gov.in 
  2. "Annual report 2018–19"। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Annual Report 2019-20"psc.wb.gov.in। West Bengal Public Service Commission। পৃষ্ঠা 77। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২