পলাশ (গায়ক)

বাংলাদেশী গায়ক
(পলাশ সাজ্জাদ থেকে পুনর্নির্দেশিত)

পলাশ সাজ্জাদ হলেন একজন বাংলাদেশি গায়ক।[১] তিনি বাংলাদেশের বিনোদন জগতে পলাশ নামে পরিচিত। তিনি ২০১২ সালে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

পলাশ
জন্ম২৮ আগস্ট
জাতীয়তাবাংলাদেশি
পেশাগায়ক
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার)

নব্বইয়ের দশকে পলাশ অরবিট নামের একটি ব্যান্ডদল গড়ে তোলেন। তার প্রকাশিত প্রথম একক অ্যালবাম ছিল প্রেমের ঠিকানা। তার ৩৮টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে।[২] এছাড়াও, তিনি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়ে থাকেন। তিনি চলচ্চিত্রের দেড় হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।[২]

পলাশের অ্যালবাম ভুল করেছি ভালোবেসে ২০০২ সালে প্রকাশিত হয়েছিল।[১] এই অ্যালবামে "মা তুমি আমার আগে যেয়ো নাকো মরে" শিরোনামের একটি গান ছিল। এই গানটি পরবর্তীতে খোদার পরে মা শিরোনামের চলচ্চিত্রে ব্যবহৃত হয়।[১] এই গানটির জন্য তিনি ২০১২ সালে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৩]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ গান চলচ্চিত্র ফলাফল
২০১২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী "মা তুমি আমার আগে যেয়ো নাকো মরে" খোদার পরে মা বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পলাশের সেরা ৫"কালের কণ্ঠ। ২৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  2. "পলাশ একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী"মাছরাঙ্গা টেলিভিশন। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"দৈনিক প্রথম আলো। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৭