পর্যটন মন্ত্রণালয় (সৌদি আরব)

পর্যটন মন্ত্রণালয় হলো সৌদি আরবের একটি সরকারী মন্ত্রণালয় যা দেশের পর্যটন খাতের সাথে সম্পর্কিত। ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এ মন্ত্রণালয়ের নাম ছিলো পর্যটন সুপ্রিম কমিশন, ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এ মন্ত্রণালয়ের নাম ছিলো পর্যটন ও পুরাকীর্তি সৌদি কমিশন এবং ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এ মন্ত্রণালয়ের নাম ছিলো পর্যটন ও ঐতিহ্যে সৌদি কমিশন। ২০০০ সালে বাদশাহ ফাহাদের এক রাজকীয় ফরমানের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়, যা ২০২০ সালে মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়।

পর্যটন মন্ত্রণালয়
وزارة السياحة

আহমেদ আল খতিব, ২০২০ সাল থেকে বর্তমান পর্যন্ত সৌদি আরবের পর্যটন মন্ত্রী
সংস্থার রূপরেখা
গঠিত১৪ এপ্রিল ২০০০; ২৪ বছর আগে (2000-04-14)
পূর্ববর্তী সংস্থা
  • পর্যটন সুপ্রিম কমিশন (২০০০ – ২০০৮)
  • পর্যটন ও পুরাকীর্তি সৌদি কমিশন (২০০৮ – ২০১৫)
  • পর্যটন ও ঐতিহ্যে সৌদি কমিশন (২০১৫ – ২০২০)
যার এখতিয়ারভুক্তসৌদি আরবের সরকার পদ্ধতি
সদর দপ্তর৭৭৭৫ আমর আল দামরি সড়ক, কূটনৈতিক মহল্লা (রিয়াদ), রিয়াদ ১২৫১২, সৌদি আরব
সংস্থা নির্বাহী
অধিভূক্ত সংস্থা
  • সৌদি পর্যটন কর্তৃপক্ষ
  • পর্যটন উন্নয়ন তহবিল
  • পর্যটন উন্নয়ন কাউন্সিল (টিডিসি)
  • পর্যটন তথ্য ও গবেষণা কেন্দ্র (এমএএস)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট