পরাশর ভট্টার ছিলেন রামানুজের একজন অনুসারী, যিনি ১২ শতকের একজন বৈষ্ণব শিক্ষক [১০৬২-১১৭৪ খ্রিস্টাব্দ]। তিনি ছিলেন কুরাথাজওয়ানের পুত্র। তাঁর কাজের মধ্যে রয়েছে শ্রীরঙ্গরাজস্তভম[১] তিনি শ্রী বৈষ্ণব দৃষ্টিকোণ থেকে বিষ্ণু সহস্রনাম -এর উপর সংস্কৃতে একটি ভাষ্য লিখেছেন, যার নাম ভগবদ্গুণ ধরপানম, [২] আদি শঙ্করের অদ্বৈত মতের বিপরীতে। তাঁকে শ্রী বৈষ্ণবদের প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন (শ্রী বৈষ্ণব শ্রী হস্তান্তর করেছিলেন) রামানুজ নিজেই তাঁর উত্তরাধিকারী হওয়ার জন্য। [৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Devotional hymn"The Hindu। India। ১৯ ফেব্রুয়ারি ২০০২। ২৭ সেপ্টেম্বর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Archive News" 
  3. "Sri Parasara Bhattar"। Venkatesh K Elayavalli। ২০ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা